কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) জয়ের পর থেকেই কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) নিয়ে একের পর এক বিতর্কিত সেলিব্রেশন করে যাচ্ছেন আর্জেন্টিনার (Argentina) গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। এমবাপেকে ব্যঙ্গ করে মার্টিনেজের গান ও নাচ মোটেই ভালো ভাবে নেননি ফুটবল মহলের একটা বড় অংশ।
আর্জেন্টিনার রাস্তায় বাসে করে সেলিব্রেশোনের সময়ও মার্টিনেজের হাতে দেখা যায় এমবাপের ছোট্ট একটি পুতুল। আর এবার এই নিয়ে মুখ খুললেন ফরাসি তারকা। ফ্যানরা অনেক কথা বললেও পাত্তা দিতে নারাজ এমবাপে। পিএসজি (Paris Saint-Germain F.C.) তারকা বললেন, 'এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই।'
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে আর্জেন্টিনার স্ট্রাইকার? মেসির দেশ টার্গেট লাল-হলুদের
বুধবার লিগ ১-এ (League 1) ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে এমবাপেকে প্রশ্ন করতেই এমবাপে বলেন, "সেলিব্রেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি এই সমস্ত তুচ্ছ বিষয় নিজের শক্তি অপচয় করি না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের হয়ে আমার সেরাটা দেওয়া। ভাল ফুটবলার হওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি। কে কী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। এই সব ফালতু বিষয়ে অকারণে কথা বলে সময় নষ্ট করতে এবং শক্তিক্ষয় করতে চাই না।"
আরও পড়ুন: বিপক্ষ বেঙ্গালুরু, ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচের গলায় প্লে অফের স্বপ্ন
যদিও আর্জেন্টিনার আরেক ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এমবাপে বলেন,"ম্যাচ শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। গোটা জীবন ধরে এই বিশ্বকাপ জেতাই লক্ষ্য ছিল। সেই লক্ষ্য তার পূরণ হয়েছে। মেসিকে অভিনন্দন।" কিছুদিন আগেই শোনা গিয়েছিল, এমবাপে না কি পিএসজি কর্তাদের জানিয়ে দিয়েছেন, ব্রাজিলিয়ান (Brazil) তারকা নেইমার (Neymar) দলে থাকলে তাঁর পক্ষে প্যরিসের (Paris) দলে খেলা সম্ভব নয়। যদিও নতুন করে এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি ফরাসি তারকা। ইতিমধ্যেই একটি বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে এমবাপের।