scorecardresearch
 

WTC Final 2023: ওভালে বিশেষ সুবিধা পেতে পারেন রোহিতরা, মত প্রাক্তন তারকার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের (World Test Championship) ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে বুধবার থেকেই ইংল্যান্ডের ওভালে ভারতীয় দল (Team India) বিশ্বসেরা টেস্ট দলের খেতাব ঘরে তুলতে অস্ট্রেলিয়ার (India vs Australia) মুখোমুখি হবে।আইপিএল-এর (IPL 2023) পর এই ম্যাচ ঘিরেও উদ্দীপনা দেখা দিয়েছে। ভারত টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে কলকাতা সফরে দক্ষিন আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • স্পিন হতে পারে ওভালে
  • মত ক্লুজনারের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের (World Test Championship) ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে বুধবার থেকেই ইংল্যান্ডের ওভালে ভারতীয় দল (Team India) বিশ্বসেরা টেস্ট দলের খেতাব ঘরে তুলতে অস্ট্রেলিয়ার (India vs Australia) মুখোমুখি হবে।আইপিএল-এর (IPL 2023) পর এই ম্যাচ ঘিরেও উদ্দীপনা দেখা দিয়েছে। ভারত টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে নামার আগে কলকাতা সফরে দক্ষিন আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। 


অন্য সবার মত তিনিও ভারত বনাম অস্ট্রেলিয়ার লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন। ওভালে স্পিনাররা সুবিধা পাবেন বলেই মনে করেন প্রোটিয়া তারকা। ক্লুজনার বলেন,’বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল দুই দেশের কাছে সেরা সুযোগ। ওভাল স্পিনাররা সুবিধা পান। লড়াইটা অস্ট্রেলিয়ান বোলারদের সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে হবে। তবে স্পিনাররা ভারতীয় দলের শক্তি।‘ গত কয়েকবছরে ভারতীয় পেসাররা ভালো পারফরম্যান্স করেছেন এমনটাও জানিয়ে দেন ক্লুজনার। আইপিএলে একসময় বোলিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ভবিষ্যতেও আইপিএলের মঞ্চ যে নতুন প্রতিভার উঠে আসার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে তাও মানছেন ক্লুজনার। তিনি আরও বলেন, ‘আইপিএল থেকে যেসমস্ত তরুণ ক্রিকেটার উঠে আসছে তারা ভারতীয় দলের ভবিষ্যতের সাপ্লাই লাইন হতে পারে।‘

আরও পড়ুন: WTC ফাইনালে বলই কি ভিলেন হতে পারে? দুশ্চিন্তা বাড়ল রোহিতদের


হার্দিক পান্ডিয়ার হাতেই ভবিষ্যতে ভারতীয় দলের দায়িত্ব থাকতে পারে। এমনটাই ইঙ্গিত মিলেছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। ক্লুজনারও হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘আমাদের সময়ে পেসার অলরাউন্ডাররা ১৩৫ কিলোমিটার বেগে বল করত।  পরবর্তী সময়ে স্পিনার অলরাউন্ডাররা এসেছে। একজন পেসার ১৩৫ কিলোমিটার বেগে বল করছে ব্যাটে নির্ভরতা দিচ্ছে এটা দারুন ব্যাপার। হার্দিক বিশ্ব সেরা হওয়ার দৌড়ে রয়েছে। তবে তাঁকে আরও অনেক দূর যেতে হবে।‘ 

আরও পড়ুন: WTC ফাইনালের আগেই অবসরের ঘোষণা, ভারতের বিরুদ্ধে খেলবেন এই অস্ট্রেলীয় তারকা?

Advertisement

এবারের আইপিএল-এও দারুণ পারফর্ম করেছেন ঋদ্ধিমান সাহা। ত্রিপুরার হয়ে খেলা এই ক্রিকেটারের পারফরম্যান্স দেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ভারতীয় দলে ফেরত নিয়ে আসার দাবি উঠেছিল। ঘটনাচক্রে ক্লুজনারও ত্রিপুরার দলে যোগ দিয়েছেন। যদিও ঋদ্ধিমানের ভারতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে কিছুই বলতে চাননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা। তিনি বলেন, ‘এই বিষয়ে নির্বাচকরা বলতে পারবেন। তবে ঋদ্ধিমান সেই ধরনের ক্রিকেটার যাকে দেখে অনুপ্রানিত হওয়া যায়। আমার অনুপস্থিতিতে ঋদ্ধিমান সামলাবে।‘

 

Advertisement