scorecardresearch
 

Lionel Messi: বার্সেলোনায় ফিরতে পারেন মেসি, দেখা যাবে জাভি-LM10 ম্যাজিক?

আবারও বার্সেলোনার (FC Barcelona) জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে (Lionel Messi)? তাঁর ফুটবল কেরিয়ারে বার্সেলোনার ভূমিকা একেবারেই অস্বীকার করা যায় না। তাঁর বর্তমান ক্লাব পিএসজি-র (PSG) সহকারী কোচ অর্থাৎ ক্রীড়া পরামর্শদাতা লুইস কম্পোসের কথায় মেসির ঘর ওয়াপসির ইঙ্গিত মিলল। তাঁকে ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্যারিসের ক্লাব সেই কাজে সফল হয় কি না সেটাই এখন দেখার। 

Advertisement
জাভি ও মেসি জাভি ও মেসি
হাইলাইটস
  • আবারও দেখা যেতে পারে মেসি-জাভিকে
  • বার্সেলোনায় ফিরছেন মেসি

আবারও বার্সেলোনার (FC Barcelona) জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে (Lionel Messi)? তাঁর ফুটবল কেরিয়ারে বার্সেলোনার ভূমিকা একেবারেই অস্বীকার করা যায় না। তাঁর বর্তমান ক্লাব পিএসজি-র (PSG) সহকারী কোচ অর্থাৎ ক্রীড়া পরামর্শদাতা লুইস কম্পোসের কথায় মেসির ঘর ওয়াপসির ইঙ্গিত মিলল। তাঁকে ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্যারিসের ক্লাব সেই কাজে সফল হয় কি না সেটাই এখন দেখার। 

কাম্পোস জানিয়েছেন, 'মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে পিএসজি-র। মেসির সঙ্গে কথাবার্তা চলছে। ওকে আমরা দলে রাখতে চাই। এটা আমরা পরিষ্কার ভাবেই জানিয়ে দিয়েছি।' যদিও মেসির দিক থেকে কোনও সাড়া পাওয়া গিয়েছে কি না তা জানাতে পারেননি কাম্পোস। তিনি বলেন, 'আমারা আমাদের কাজটা করে যাব। বাকি সিদ্ধান্ত মেসির ওপর। ওর ওপর তো আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে পারি না।''

আরও পড়ুন: মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে গ্যালারি ফাঁকা, কেন এই হাল?

অন্যদিকে শোনা গিয়েছে, ফুটবল ক্লাব বার্সেলোনাও মেসিকে ফিরে পেতে আগ্রহী। স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন, 'বার্সেলোনা তাঁর প্রিয় সন্তানকে ফিরে পেতে চাইছে। জাভি বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর থেকেই আবারও মেসিকে ফেরাতে উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ক্লাব। জাভির সঙ্গে দীর্ঘদিন ধরেই খেলেছেন মেসি। তাই তিনি ফিরে এলে কোচের সঙ্গে সমস্যা হবে না বলেই মনে করছেন ফ্যানরা। 

বার্সেলোনা তাঁকে সই করিয়ে তরুণ ফুটবলারদের অভিজ্ঞতা বাড়াতে চাইছে। সেই জন্যই বিশ্বকাপজয়ী (FIFA World Cup 2022) মেসিকে ফিরে পেতে মরিয়া স্প্যানিশ ক্লাব।   

আরও পড়ুন: লাল-হলুদ জার্সি গায়ে উদ্ধার ফুটবলারের দেহ, খেলেছিলেন ম্যাঞ্চেস্টার-ইস্টবেঙ্গলে

মেসির কাছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাবের পক্ষ থেকেও অফার এসেছে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে সই করাতে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই আরেক ইউরোপিয়ান সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এশিয়ার ক্লাব আল নাসেরে (Al-Nassr FC) যোগ দিয়েছেন। এই মুহূর্তে মেসি ইউরোপ ছেড়ে চলে গেলে ইউরোপীয় ফুটবলের জন্য সেটা বিরাট বড় ধাক্কা। পিএসজি-র সঙ্গে পাঁচ মাস পর চুক্তি শেষ হয়ে যাবে মেসির। এরপর অর্জেন্টাইন সুপারস্টার কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার।

Advertisement

Advertisement