scorecardresearch
 

Lionel Messi Detained: বেজিং এয়ারপোর্টে আটক মেসি, কী হয়েছিল?

জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে চিনে গিয়েছিলেন লিওনেল মেসি। আর সেখানে গিয়েই তাঁকে সমস্যার মুখে পড়তে হল। বিমানবন্দরেই আটকে দেওয়া হল আর্জেন্টাইন সুপারস্টারকে। নিজের দেশের পাসপোর্ট সঙ্গে না থাকায় সমস্যায় পড়তে হয়েছে মেসিকে। যদিও ৩০ মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়। 

Advertisement
বেজিং বিমানবন্দরে আটকে মেসি (ট্যুইটার) বেজিং বিমানবন্দরে আটকে মেসি (ট্যুইটার)
হাইলাইটস
  • চিনে খেলতে গিয়ে সমস্যায় মেসি
  • ৩০ মিনিট আটকে থাকতে হয় তাঁকে

জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে চিনে গিয়েছিলেন লিওনেল মেসি। আর সেখানে গিয়েই তাঁকে সমস্যার মুখে পড়তে হল। বিমানবন্দরেই আটকে দেওয়া হল আর্জেন্টাইন সুপারস্টারকে। নিজের দেশের পাসপোর্ট সঙ্গে না থাকায় সমস্যায় পড়তে হয়েছে মেসিকে। যদিও ৩০ মিনিটের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়। 


১৫ জুন বেজিং-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। সেই কারণেই ১০ জুন বেজিং-এ আসেন মেসি। আর সেই সময়ই চিনের পুলিশ তাঁকে আটক করে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মেসির কাছে আর্জেন্টিনার পাসপোর্ট ছিল না। তাঁর কাছে সেই সময় স্পেনের পাসপোর্ট থাকায় সমস্যায় পড়েন মেসি। কারণ, স্পেনের পাসপোর্টে নয়, তাঁর ভিসা ছিল আর্জেন্টিনার পাসপোর্টে। এর জন্য বিমানবন্দরে ৩০ মিনিট অপেক্ষা করতে হয় মেসিকে। 

আরও পড়ুন: মোহনবাগানের 'টার্গেট' ছিনিয়ে নিচ্ছে মুম্বই, কাকে সই করাচ্ছে তারা?


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেসির হাতে পাসপোর্ট রয়েছে এবং তিনি আর্জেন্টাইন সতীর্থদের সঙ্গে কথা বলছেন। আসলে ভুল পাসপোর্ট সঙ্গে নিয়ে আসাতেই বিপত্তি হয়েছে মেসির। যার জেরে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। এন্ট্রি ভিসা দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী এই তারকাকে। 


কিছুদিন আগেই পিএসজি ছেড়ে মেজর লিগ সকারে যোগ দেওয়ার কথা মোটামুটি স্বীকার করে নিয়েছেন। যদিও সরকারি ঘোষণা হয়নি। কেন মেসি ইন্টার মিয়ামির মতো ক্লাবে সই করলেন তা নিয়ে এখনও জল্পনা চলছে। নানা কারণ উঠে আসছে। আর তার মধ্যেই এমন এক বিতর্কে জড়িয়ে পড়া। সব মিলিয়ে বেশ চাপে মেসি। 

Advertisement

আরও পড়ুন: 'সিদ্ধান্ত নিয়ে নিয়েছি...' বেকহ্যামের ক্লাবেই সই মেসির?


যদিও ইন্টার মিয়ামিতে আসার কারণ স্পষ্ট করেছেন মেসি নিজেই। তিনি জানিয়েছেন, ‘আমি পরিবারকে আরও বেশি সময় দিতে চেয়েছিলাম। সেটা ইউরোপে থাকলে সম্ভব হত না। সেই জন্যই মেজর লিগ সকার খেলতে এসেছি।‘ মেসি আমেরিকার লিগে গেলে সেই লিগও অনেক উন্নত হবে বলে মনে করেন তাঁর প্রাক্তন সতীর্থ নেইমার। তবে মেসিকে দলে নিতে উম্নুখ হয়েছিল বার্সেলোনা ও সৌদির এক ক্লাব। শেষ পর্যন্ত বাজিমাত করে ডেভিড বেকহ্যামের ক্লাব।   
 

Advertisement