ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022) শেষ হয়ে গেলেও এখনও তার রেশ রয়ে গিয়েছে। আর্জেন্টিনা (Argentina) ৩৬ বছর পর ফের চ্যাম্পিয়ন হয়েছে। অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) নামে জয়ধ্বনি দিচ্ছেন গোটা বিশ্বের কোটি কোটি ফ্যান। সেই ফ্যানদের তালিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ছোট্ট মেয়ে জিভার (Zivva Dhoni) নামও।
আর্জেন্টিনা থেকে জিভার জন্য জার্সি পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাক্ষী। মেসি সেই জার্সিতে লিখেছেন, 'জিভার জন্য' এই জার্সি পরে দারুণ খুশি ধোনির মেয়ে। বড়দিনে এমন উপহার পেলে যে কেউই দারুণ খুশি হবে। আর তা যদি হয়, মেসির সই করা জার্সি তা হলে তো কথাই নেই।
আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে T20-তে ক্যাপ্টেন হার্দিক, ODI-তে রোহিত
মহেন্দ্র সিং ধোনি বরাবরই ফুটবলের দারুণ ভক্ত। অনুশীলনের মাঝেও সুযোগ পেলেই ফুটবল নিয়ে নেমে পড়তে দেখা যায় তাঁকে। নিজেও ছোটবেলায় চুটিয়ে ফুটবল খেলেছেন। পরবর্তীকালেও বিভিন্ন সময় অনেক ফুটবল ম্যাচ খেলেছেন। সেই কারণেই তিনিও মেসির দারুণ ভক্ত।
আরও পড়ুন: 'জার্সিটাও আনতে দিল না...' PCB-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ রামিজ রাজার
এর আগে বিসিসিআই সচিব জয় শাহের জন্যও জার্সি পাঠিয়েছেন মেসি। সেই ছবি আইপিএল-এর নিলামের আগে শেয়ার করেছিলেন আইপিএল কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। ভারতে তাঁর যে বিপুল ফ্যান রয়েছে তা ভাল ভাবেই জানেন মেসি। আর সেই ফ্যানদের জন্যই উপহার পাঠাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকেই জয় হাসিল করেন মেসিরা। দারুণ সেই জয়ের পর উৎসবে মেতে ওঠে গোটা আর্জেন্টিনা দল। গোটা বিশ্বজুড়ে উৎসব করতে থাকেন আর্জেন্টিনার ফ্যানরা। প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনার পর বিশ্বকাপ জিতলেন মেসি। এবারের বিশ্বকাপে সাতটি গোল করেছেন মেসি। প্রচুর অবিশ্বাস্য গোলের পাসও বাড়িয়েছেন। যদিও সবচেয়ে বেশি গোল কিলিয়ান এমবাপের। তিনি করেছেন আটটি গোল। গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজও ফাইনালে দুর্ভেদ্য হয়ে ওঠেন। তাঁর টাইব্রেকার সেভ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতায়।