Advertisement

Messi In Kolkata Live Updates: ক্ষোভে ফুঁসছে জনতা, কী প্রতিক্রিয়া অরূপ বিশ্বাসের?

Aajtak Bangla | কলকাতা | 13 Dec 2025, 6:04 PM IST

মেসি... মেসি... মেসি...। কান পাতলে কলকাতার চতুর্দিকে এখন একটাই রব। রাজনৈতিক আবহে ঘিরে থাকা এই শহরে একটা দিনের জন্য ট্রেন্ডে এক নম্বর মেসি। বলা চলে, কলকাতায় আজ 'লক্ষ কণ্ঠে মেসি পাঠ'। আবেগ, উন্মাদনা তুঙ্গে ওঠে শুক্রবার রাতে। যখন ফুটবলের যুবরাজ পা রাখেন ফুটবলপ্রেমীদের শহরে। শনিবার দিনভর কী কী করবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা? কখন কী কর্মসূচি? প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে চোখ রাখুন bangla.aajtak.in-এ।

কলকাতায় মেসি কলকাতায় মেসি

মেসি... মেসি... মেসি...। কান পাতলে কলকাতার চতুর্দিকে এখন একটাই রব। রাজনৈতিক আবহে ঘিরে থাকা এই শহরে একটা দিনের জন্য ট্রেন্ডে এক নম্বর মেসি। বলা চলে, কলকাতায় আজ 'লক্ষ কণ্ঠে মেসি পাঠ'। আবেগ, উন্মাদনা তুঙ্গে ওঠে শুক্রবার রাতে। যখন ফুটবলের যুবরাজ পা রাখেন ফুটবলপ্রেমীদের শহরে। শনিবার দিনভর কী কী করবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা? কখন কী কর্মসূচি? প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে চোখ রাখুন bangla.aajtak.in-এ। 
 

 

6:04 PM(44 minutes ago)

মুখ খুললেন অরূপ বিশ্বাস

Posted by :- Rupsa

 

3:40 PM(3 hours ago)

গ্রেফতার শতদ্রু

Posted by :- Subhankar Mitra

যুবভারতীকাণ্ডে মেসিকে ভারতে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করল পুলিশ। 

2:51 PM(4 hours ago)

আটক উদ্যোক্তা

Posted by :- Rupsa

DGP রাজীব কুমার প্রেস কনফারেন্সে জানিয়েছেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে। এছাড়াও তিনি জানান, দর্শকদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। দর্শকদের মধ্যে ক্ষোভের সঞ্চার স্বাভাবিক বলেই জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি রাজীব কুমারের। 

 

2:41 PM(4 hours ago)

‘অরূপ-সুজিতের ব্যবসা’, যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে তীব্র অভিযোগ শুভেন্দুর

Posted by :- Sukamal

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ফুটবলের রাজপুত্রকে ঘিরে নেতা–মন্ত্রী ও তাঁদের ঘনিষ্ঠদের ‘শো-অফ’-এর বলি হয়েছেন সাধারণ ফুটবলপ্রেমীরা। মোটা টাকায় টিকিট কেটেও প্রিয় তারকাকে সরাসরি দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন হাজার হাজার দর্শক।

শুভেন্দুর দাবি, মেসি মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই অন্তত শতাধিক নেতা, মন্ত্রী, তারকা ও তাঁদের আত্মীয়-অনুগামীরা তাঁকে ঘিরে ধরেন। ফলে গ্যালারিতে বসে থাকা দর্শকদের পক্ষে মেসিকে দেখার কোনও উপায়ই ছিল না। মাঠে মেসির উপস্থিতি কার্যত সীমাবদ্ধ ছিল ৫–৭ মিনিটের জায়ান্ট স্ক্রিনের দৃশ্যে। অথচ টিকিটের দাম ছিল কয়েক হাজার থেকে শুরু করে ১০–১১ হাজার টাকা পর্যন্ত।

বিরোধী দলনেতার আরও অভিযোগ, নিরাপত্তার নামে দর্শকদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। গ্যালারিতে জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয়নি, অথচ ভিতরে ২০ টাকার জল ২০০ টাকায় কিনতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের নেতা–মন্ত্রীদের মেসির সঙ্গে সেলফি তোলায় কোনও বাধা ছিল না। শুভেন্দুর কটাক্ষ, “এই সুযোগে ব্যবসা করে নিলেন অরূপ বিশ্বাস ও সুজিত বসুরা। দর্শকদের সঙ্গে এটা চরম বিশ্বাসঘাতকতা। এদের থেকে শকুনও ভালো!”

এই ঘটনার প্রেক্ষিতে তিন দফা দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রথম দাবি, গ্যালারির সমস্ত দর্শকদের ১০০ শতাংশ টিকিটের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে এই বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে গ্রেফতার করতে হবে। তৃতীয়ত, গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে।

শেষে কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগান তুলে মেসির সঙ্গে ছবি তুলে রাজনীতি করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত দর্শকরাই খেলা দেখিয়ে দিয়েছেন। যুবভারতীর এই ঘটনা রাজ্যের ক্রীড়া প্রশাসন ও শাসকদলের ভাবমূর্তিতে গভীর দাগ কাটল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
1:33 PM(5 hours ago)

রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক

Posted by :- Rupsa

যুবভারতীতে কেন এমন চরম বিশৃঙ্খলা? মেসির ইভেন্ট নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রক। 

1:32 PM(5 hours ago)

এক্সে পোস্টে মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

Posted by :- Madhurma Dev

মেসির অনুষ্ঠান ঘিরে অব্যবস্থায় দুঃখপ্রকাশ মমতার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, "আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। এই ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী। সেইসঙ্গে সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।"

1:28 PM(5 hours ago)

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা 

Posted by :- Rupsa

 

এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইলেন। তিনি বলেন, 'মেসি এবং সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা চাইছি। দুর্ভাগ্যজনক ঘটনা।' অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার জন্য। কমিটিতে থাকবেন অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র দফতরের সদস্যরা। 

1:04 PM(6 hours ago)

এলেন না শাহরুখ, মমতা; মেসি দর্শন না হওয়ায় চরম বিক্ষোভ

Posted by :- Madhurma Dev

হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মিলল না মেসির দেখা। ক্ষুব্ধ জনতা মাঠে আগুন ধরায়, চেয়ার উপড়ে ফেলে। উত্তেজনার জেরে রদ হল অনুষ্ঠান। ঘটনাস্থলে বিরাট পুলিশ ব়্যাফ। হল না ফ্রেন্ডলি ম্যাচ, এলেন না শাহরুখ খান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন দর্শকেরা।

12:50 PM(6 hours ago)

বিশৃঙ্খলা সামলাতে মাঠে নামল RAF

Posted by :- Sayan

বিশৃঙ্খলা সামলাতে মাঠে নামল RAF, শামিয়ানায় লাগান হল আগুন

Advertisement
12:43 PM(6 hours ago)

পুলিশের বিরুদ্ধে মৃদু লাঠিচার্জের অভিযোগ

Posted by :- Sayan

মেসিকে না দেখতে পেয়ে মাঠে ঢুকে পড়ল ক্ষুদ্ধ জনতা। পুলিশের বিরুদ্ধে মৃদু লাঠিচার্জের অভিযোগ। 

12:25 PM(6 hours ago)

যুবভারতীতে বিশৃঙ্খলা, ভাঙচুর

Posted by :- Rupsa

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে ঠিক ভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা গ্যালারি থেকে বোতল ছুড়লেন। চলল ভাঙচুর। 

Messi In Kolkata
গ্যালারি থেকে ছোড়া হল বোতল
12:11 PM(7 hours ago)

গ্যালারি থেকে বোতল

Posted by :- Rupsa

গ্যালারি থেকে ছোঁড়া হল বোতল, পুরো মাঠ প্রদক্ষীণ করলেন না লিও মেসি। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়লেন বহু দর্শক। বিশৃঙ্খল পরিস্থিতি যুবভারতী ক্রীড়াঙ্গনে। 

12:06 PM(7 hours ago)

পুরো স্টেডিয়াম ঘোরা হল না মেসির

Posted by :- Rupsa

পুরো স্টেডিয়াম হেঁটে ঘোরার পরিকল্পনা ছিল মেসির। কিন্তু অর্ধেক স্টেডিয়ামে হেঁটেই মাঠ ছাড়লেন তিনি। 

11:55 AM(7 hours ago)

মোহনবাগানের জার্সি উপহার

Posted by :- Rupsa

ভারতীয় ফুটবলের জন্য স্মরণীয় মুহূর্ত। LM10 লেখা মোহনবাগানের জার্সি তুলে দেওয়া হল মেসির হাতে। সেই জার্সি হাতে পোজ দিলেন বিশ্বকাপজয়ী তারকা। 

Messi In Kolkata
মেসির হাতে মোহনবাগানের জার্সি
Advertisement
11:51 AM(7 hours ago)

আপ্লুত মেসি

Posted by :- Rupsa

চতুর্দিকে তাঁর নামে জয়ধ্বনি হচ্ছে। শুনে আপ্লুত লিও মেসি। সকলের উদ্দেশে হাত নাড়েন তিনি। কথা বলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী আরূপ বিশ্বাসের সঙ্গে। 

Messi In Kolkata
যুবভারতীতে মেসি
11:37 AM(7 hours ago)

আবেগে ভাসছে যুবভারতী

Posted by :- Rupsa

খেলোয়াড়রা ছুটে এসে প্রণাম করছেন, গ্যালারিতে কাঁদছেন ভক্তরা। যুবভারতী ক্রীড়াঙ্গন যেন আবেগে ভাসছে। চোখের সামনে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি। উচ্ছ্বাসে ফেটে পড়ছে সল্টলেক স্টেডিয়াম। 

 

11:32 AM(7 hours ago)

মেসি-সঞ্জীব গোয়েঙ্কা সাক্ষাৎ

Posted by :- Madhurma Dev

আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান এবং মোহনবাগান সুপার জায়ান্টসের বিনিয়োগকারী সঞ্জীব গোয়েঙ্কা আর্জেন্টাইন আইকন লিওনেল মেসির সঙ্গে দেখা করেছেন। এমনকি তাঁকে একটি বিশেষ উপহারও দিয়েছেন। 

11:29 AM(7 hours ago)

যুবভারতীতে চলে এলেন মেসি

Posted by :- Jagrick Dey

লিওনেল মেসি পরিচিত হচ্ছেন ডায়মন্ড হারবার মেসি অলস্টার ও মোহনবাগান মেসি অল স্টারের ফুটবলারদের সঙ্গে

11:20 AM(7 hours ago)

ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তি উন্মোচন মেসির

Posted by :- Madhurma Dev

কলকাতার পাঁচ তারা হোটেল থেকে লেকটাউনের ৭০ ফুটের মূর্তি উন্মোচন করলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

Advertisement
11:09 AM(8 hours ago)

ওয়ার্ম আপ করছেন দুই দলে ফুটবলাররা

Posted by :- Jagrick Dey

ডায়মন্ড হারবার মেসি অলস্টারের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবগান মেসি অল স্টার। দলের সনে কথা বলছেন কোচ কিবু ভিকুনা। 

Load More
Advertisement