Lionel Messi: কলকাতায় আসছেন মেসি? ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

এমিলিয়ানো মার্টিনেজের পর কি কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি? তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল শতদ্রু দত্তের ফেসবুক পোস্টে। কিছুদিন আগেই বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শহরে এনেছিলেন তিনি। 

Advertisement
কলকাতায় আসছেন মেসি? ফেসবুক পোস্ট ঘিরে জল্পনালিওনেল মেসি

এমিলিয়ানো মার্টিনেজের পর কি কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি? তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল শতদ্রু দত্তের ফেসবুক পোস্টে। কিছুদিন আগেই বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শহরে এনেছিলেন তিনি। 


এমিলিয়ানো কলকাতায় এসে ফুটবলের প্রতি বাঙালির আবেগ দেখে মুগ্ধ হয়েছিলেন। এয়ারপোর্ট থেকে শুরু করে, মোহনবাগান মাঠ বা মিলন মেলা প্রাঙ্গন, সব জায়গাতেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল। অভিভূত মার্টিনেজ, কথা দিয়েছিলেন শহরে আনবেন মেসিকে। কলকাতা থেকেই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছিল মেসির। বিশ্বকাপ জেতার পর মেসিকে নিয়ে আবেগ ফুটবলের মক্কায় যে বহুগুণ বেড়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। মেসিকে একবার সামনে থেকে দেখতে মুখিয়ে থাকবেন সাধারণ ফূটবলপ্রেমীরা। আর সেই জন্যই শতদ্রু দত্তের পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।  

 


তাঁর করা দু’টি পোস্টের প্রথমটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা, মেসিকে দেখার জন্য অপেক্ষা করছে। তাঁকে দেখতে পেয়ে, জড়িয়ে ধরে কেঁদে ফেলছে। স্বপ্নের নায়ককে ছুঁয়ে দেখার আনন্দে যে রকম হয় আরকি। আর একটি পোস্টে শতদ্রু লিখেছেন, ‘আপনারা সবাই তৈরি তো?’ যদিও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি যদিও সেভাবে কিছুই জানাতে চাননি। শতদ্রু বলেন, ‘এখনও এ ব্যাপারে বলার মতো সময় আসেনি। সময় হলে জানাব।‘ এর মধ্যেই মেসি ভক্তরা আলোচনা করতে শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টারের কলকাতায় আসা নিয়ে। 


বিশ্বকাপ জেতার পরেই, ভারত ও বাংলাদেশের ফ্যানদের ধন্যবাদ জানিয়েছিল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। ভারতে খেলতে আসার কথাও ছিল মেসিদের। তবে ভারতের ফুটবল ফেডারেশন স্পন্সর না পাওয়ায় তা আর হয়ে ওঠেনি। গোটা আর্জেন্টিনার দলকে সামনে থেকে দেখতে না পেলেও এবার মেসিকে সামনে থেকে দেখার সুযোগ পেতে পারে কলকাতাবাসী। এমনটাই মনে করছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। যদিও এখনই নিশ্চিত করে কিছুই বলার সময় আসেনি। কারণ, কোনও পক্ষ থেকেই এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি। 

Advertisement

POST A COMMENT
Advertisement