scorecardresearch
 

Lionel Messi: 'ঘরে ফিরে চলো' মেসিকে বার্তা স্ত্রী আন্তোনেলার, বার্সেলোনায় ফিরছেন LM10?

বিশ্বকাপ জেতার পর থেকেই পিএসজি (PSG) সমর্থকদের কাছ থেকে বারেবারে বিদ্রুপ শুনতে হয়েছে লিওনেল মেসিকে (Lionel Messi)। আর তার জেরেই প্যারিসের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন আর্জেন্টিনার (Argentina) সুপারস্টার ফুটবলার। তবে এবার তিনি কোন দলের হয়ে খেলবেন?

Advertisement
লিওনেল মেসি ও আন্তোলিনা লিওনেল মেসি ও আন্তোলিনা
হাইলাইটস
  • বার্সেলোনায় ফিরতে চলেছেন মেসি?
  • স্ত্রী আন্তোনেলার পোস্ট নিয়ে জল্পনা

বিশ্বকাপ জেতার পর থেকেই পিএসজি (PSG) সমর্থকদের কাছ থেকে বারেবারে বিদ্রুপ শুনতে হয়েছে লিওনেল মেসিকে (Lionel Messi)। আর তার জেরেই প্যারিসের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন আর্জেন্টিনার (Argentina) সুপারস্টার ফুটবলার। তবে এবার তিনি কোন দলের হয়ে খেলবেন?


শোনা যাচ্ছে, ফের বার্সেলোনাতে (FC Barcelona) ফিরতে পারেন মেসি। যদিও তাঁর কাছে সৌদি আরবের (Saudi Arab) ক্লাব আল হিলালের প্রস্তাব ছিল। যদিও মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো একটি পোস্ট করেছেন। আর এই পোস্ট ঘিরেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। আন্তোনেলা বার্সেলোনার জার্সিতে মেসির ছবি শেয়ার করে লিখেছেন, ‘বাড়ি ফিরে চলো।’ কিশোর বয়স থেকেই বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে খেলা শিখেছেন মেসি। সেখান থেকেই বার্সেলোনায় খেলতে শুরু করেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে গত বছরেই বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে সই করেন তিনি। তবে এবার প্যারিসের ক্লাবে থাকছেন না তিনি। 

আরও পড়ুন: মেসি চলে যেতেই বিরাট ক্ষতির মুখে PSG, কী ঘটেছে?
 

গত সপ্তাহেই মেসির বাবা হর্হের সঙ্গে বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা দেখা করেছিলেন। সেখানে তাঁদের দীর্ঘসময় কথাবার্তা হয়। স্পেনের সংবাদমাধ্যম সূত্রের খবর, সেই আলোচনা ইতিবাচক হয়েছে। ছেলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন হর্হে-ও। আর্জেন্টিনার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘লিও আবার এই ক্লাবে ফিরতে চায়। তা নিয়েই কথাবার্তা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে। এর চেয়ে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়।’

আরও পড়ুন: PSG-র হয়ে শেষ ম্যাচেও হার, বিদ্রুপের শিকার মেসি


যদিও এখনই নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। কারণ, এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত হয়নি। ফলে এখনও কিছুই বলা যাচ্ছে না। মেসি যে পিএসজি ভক্তদের এমন আচরণে বেশ ক্ষুব্ধ। সেটাই জানিয়েছেন তাঁর বাবা হর্হে। তিনি বলেন, ‘মেসিকে সবচেয়ে আঘাত করছে পিএসজি সমর্থকদের বিদ্রুপ। যে কারণে মানসিক ভাবে ও খুব আঘাত পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে খুব একটা মাথা ঘামায় না আমার ছেলে। কিন্তু পিএসজির এক শ্রেণির দর্শক যে ভাবে ওকে ক্রমাগত অপমান করে গিয়েছে, তা মুখ বন্ধ করে মেনে নেওয়া সম্ভব নয়। প্রায় গোটা মরশুম জুড়ে ওর সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয়েছে। আমিও চাই না, মেসি এমন এক অস্বাস্থ্যকর পরিবেশে পরিবার নিয়ে থাকুক।’

Advertisement

Advertisement