scorecardresearch
 

Lionel Messi Penalty Miss: পেনাল্টি মিস মেসির, বক্সের মধ্যে 'ফাউল' করেছিলেন পোলিশ গোলকিপার?

পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পেনাল্টি পেয়েও তা মিস করলেন লিওনেল মেসি। তবে পেনাল্টি কী ছিল? এই প্রশ্নেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারের দারস্থ হন রেফারি। ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন তিনি। তবে তাঁর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement
এই সেই মুহূর্ত এই সেই মুহূর্ত
হাইলাইটস
  • পেনল্টির সিদ্ধান্ত সঠিক?
  • পেনাল্টি মিস মেসির

পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পেনাল্টি পেয়েও তা মিস করলেন লিওনেল মেসি। তবে পেনাল্টি কী ছিল? এই প্রশ্নেই এখন সরগরম সোশ্যাল মিডিয়া। সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারের দারস্থ হন রেফারি। ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন তিনি। তবে তাঁর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। 

বিশ্বকাপের সব খবরের জন্য এখানে ক্লিক করুন 

পেনাল্টি কি ছিল?
বাঁ দিক থেকে ভেসে আসা বলে হেড করে গোল করতে গিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে তিনি বলের নাগাল পাননি। পোল্যান্ডের গোলরক্ষক চেজনি বিপদ বুঝে বেরিয়ে এসে বলটা পাঞ্চ করতে যান। বল তাঁর হাতে লাগেনি। তাঁর হাত গিয়ে লাগে মেসির মুখে। পড়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। এরপরেই ভারের দারস্থ হন রেফারি। ফুটেজ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। তবে, ছয় গজ বক্সের মধ্যে গোলরক্ষকের অধিকার থাকে বল ক্লিয়ার করার। সেটাই করতে গিয়েছিলেন চেজনি। তবুও তাঁর হাত মেসির মুখে লাগায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।

আরও পড়ুন: সেনেগালের জয়, আনন্দে মাতলেন মরোক্কান সমর্থকও, দেখুন VIDEO
পেনাল্টি মিস মেসির
দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মেসি। তাঁর শট চেজনি দারুণ দক্ষতায় পেনাল্টি সেভ করেন। বাঁ দিকে ঝাঁপিয়ে হাতটা ওপরের দিকে তুলে দিয়ে গোল সেভ করলেন চেজনি। দারুণ সেভ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন 'পোয়েটিক জাস্টিস'।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল আর্জেন্টিনার
৪৬ মিনিটের মাথায় দারুণ গোল করে দলকে এগিয়ে দেন মাক আলিস্তের। তাঁর গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডাউন দ্য লাইন দৌড়েছিলেন মোলিনা। সেখান থেকে তাঁর ক্রস ধরে গোল করে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার।  
 মাঝমাঠ থেকে এনজো ফের্নান্দেসের পাস পেয়েছিলেন। ডান পাসে নিখুঁত শটে বল জালে জড়ালেন তিনি।  

Advertisement
Advertisement