Lionel Messi on Argentina vs Poland Match: 'দিয়েগো হয়তো সুপার হ্যাপি, খুব ভালোবাসতেন আমায়' ম্যাচ জিতে মারাদোনাকে মনে পড়ল মেসির

আর্জেন্টিনায় সবচেয়ে বেশি বার বিশ্বকাপ খেলার রেকর্ড মেসির। তবুও মারাদোনার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা মুগ্ধ করছে ফুটবল বিশ্বকে। ২০২০ সালে মারা গিয়েছেন মারাদোনা।

Advertisement
'দিয়েগো হয়তো সুপার হ্যাপি, খুব ভালোবাসতেন,' মারাদোনাকে স্মরণ মেসিরলিওনেল মেসি ও দিয়েগো মারাদোনা
হাইলাইটস
  • দিয়েগো মারাদোনা খুশি হতেন
  • পেনাল্টি মিস করার হতাশা
  • লড়াই এবার আরও কঠিন

LionelMessi:আর্জেন্টিনা (Argentina) তাঁর নেতৃত্বে বিশ্বকাপ ২০২২-এর (FIFA World Cup 2022) নক-আউটে পৌঁছে গিয়েছে, দিয়েগো মারাদোনা (Diego Maradona) হয়তো খুবই খুশি হবেন। বুধবার মধ্যরাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার রাউন্ড অফ ১৬-তে যাওয়ার পর এমনই মন্তব্য করলেন লিওনেল মেসি (Lionel Messi)। 

দিয়েগো মারাদোনা খুশি হতেন

আর্জেন্টিনায় সবচেয়ে বেশি বার বিশ্বকাপ খেলার রেকর্ড মেসির। তবুও মারাদোনার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা মুগ্ধ করছে ফুটবল বিশ্বকে। ২০২০ সালে মারা গিয়েছেন মারাদোনা। মেসির কথায়, 'আমি জানতাম না, সম্প্রতি জানলাম। এই ধরনের রেকর্ড সব সময়ই উপভোগ্য। দিয়েগো মারাদোনা হয়তো ভীষণ খুশি হবেন। আমাকে খুব ভালবাসতেন। আমার কিছু ভাল হলে খুব খুশি হতেন দিয়েগো।'

পেনাল্টি মিস করার হতাশা

পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে পেনাল্টি মিস করেছেন মেসি। তাঁর বক্তব্য, এরপরেও তিনি জানিয়েছেন, তিনি ভীষণই খুশি, কারণ বড় ম্যাচ ছিল।  বললেন, 'আমাদের প্রথম লক্ষ্য আমরা ছুঁয়ে ফেলেছি। গ্রুপ ম্যাচের প্রথমে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারাটা ধাক্কা ছিল। পেনাল্টি মিস করে খুবই হতাশ লাগছে, কারণ একটা গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কিন্তু আমি পেনাল্টি মিস করলেও, আমার টিম শক্তি বাড়িয়ে খেলেছে। নানা কারণে আমরা সম্প্রতি অনেক বছর বিশ্বকাপ জিততে পারিনি। আজকের ম্যাচ জেতার পর আত্মবিশ্বাস তুঙ্গে।'

আরও পড়ুন: FIFA World Cup 2022 Argentina vs Poland Updates: ২ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা, গোল আলভারেজ-আলিস্তেরের-

লড়াই এবার আরও কঠিন

শনিবার রাউন্ড অফ ১৬-র ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসি বলছেন, 'আমরা জানি, এবার আরও কঠিন পথ। বিপক্ষে যারাই থাকবে, ম্যাচ সহজ হবে না।' ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন মেসি। আর্জেন্টাইন সমর্থকদের আক্ষেপ, রাশিয়ায় মেসি সেদিন গোল করতে পারলে ১-১ সমতায় থাকতে হতো না আর্জেন্টিনার, গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের সামনে পড়ে বিদায়ও নিতে হতো না।

Advertisement

আরও পড়ুন: Mike Tyson on Lionel Messi: 'যদি মেসির গায়ে একটা আঁচ লাগে...' মেক্সিকান বক্সারকে পাল্টা হুমকি টাইসনের

এদিন আর্জেন্টিনার হয়ে গোল করা ম্যাক আলিস্টার এবং আলভারেস দুজনের এটি ছিল বিশ্বকাপে প্রথম গোল। আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, তরুণদের দায়িত্ব নিতে পারাই তার দলের মূল শক্তি, শুরু থেকেই বলে আসছি, যারা দলে আসছে তারা জানে কী করতে হবে। সম্পূর্ণ প্রস্তুত হয়েই আসে ওরা। এটিই এই দলটির শক্তির জায়গা। 

POST A COMMENT
Advertisement