scorecardresearch
 

Mahendra Singh Dhoni: ধোনির বিরুদ্ধে 'মিথ্যে' অভিযোগ, মাহির করা মানহানি মামলার শুনানি কবে?

২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই সময় তদন্তের পরে সিএসককে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেই সময় ম্যাচ গড়াপেটায় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম জড়ান আইপিএস অফিসার সম্পথ কুমার। আদালত অবমাননার দায়ে আইপিএস অফিসারের বিরুদ্ধে মামলা করেছিলেন মাহি। আগামীকাল সেই মামলার শুনানি। 

Advertisement
মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি
হাইলাইটস
  • শুক্রবার মামলার শুনানি
  • মামলা করেছিলেন ধোনি

২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই সময় তদন্তের পরে সিএসককে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেই সময় ম্যাচ গড়াপেটায় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম জড়ান আইপিএস অফিসার সম্পথ কুমার। আদালত অবমাননার দায়ে আইপিএস অফিসারের বিরুদ্ধে মামলা করেছিলেন মাহি। আগামীকাল সেই মামলার শুনানি। 

আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন সিএসকে অধিনায়ক। সেই মামলারই ক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ১৫ জুন, অর্থাৎ বৃহস্পতিবার ওই মামলার শুনানি হবে। ধোনির অভিযোগ, আদালত অবমাননা করেছেন সেই আইপিএস অফিসার। এদিন মাদ্রাজ হাইকোর্টের তরফে জানানো হয়েছে, মহেন্দ্র সিং ধোনি যে মামলা করেছিলেন আইপিএস অফিসারের বিরুদ্ধে তার শুনানি হবে বৃহস্পতিবার। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। নাম জড়ায় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যা১লসের বিরুদ্ধে। তদন্তের পরে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল দুই দলকে। এই ঘটনায় ধোনির নাম নিয়েছিলেন আইপিএস অফিসার সম্পথ কুমার। আর ধোনির অভিযোগ, সেই সময় মামলা বিচারাধীন ছিল। তখন ধোনির নাম নিয়ে আদালত অবমাননা করেছিলেন সম্পথ। ধোনির আরও অভিযোগ, ইচ্ছা করেই তাঁর নাম নেওয়া হয়েছিল। 

আরও পড়ুন: IPL থেকেও অবসর ধোনির? ভাইরাল VIDEO-তে চাঞ্চল্য


তাঁর গায়ে কালি লাগাতেই এমন কাজ করেছেন ওই অফিসার। এমনটাই অভিযোগ ধোনির। মাদ্রাজ হাইকোর্টের তরফে আজ জানিয়েছে, মহেন্দ্র সিং ধোনি যে মামলা করেছিলেন তামিলনাডু ক্যাডারের আইপিএস সম্পথ কুমারের বিরুদ্ধে তা বৃহস্পতিবার শোনা হবে। আদালত অবমাননার মামলাগুলি প্রতি বৃহস্পতিবারই শোনা হয়। সে কারণেই ধোনির মামলাটিও বৃহস্পতিবার শোনা হবে। তামিলনাডুর অ্যাডভোকেট জেনারেল আর শম্মুগসুন্দরম এই মামলা এগিয়ে নেওয়ার ব্যাপারে অনুমতি দিয়েছেন। আইপিএস সম্পথ কুমারের মন্তব্য কোর্টের কার্যকলাপের বিরুদ্ধে বলে মনে করছেন অ্যাডভোকেট জেনারেল।

Advertisement

আরও পড়ুন: শুভমনকে কড়া শাস্তি দিল আইসিসি, বাদ গেলেন না রোহিতরাও

সদ্য সমাপ্ত আইপিএলের ১৬তম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে মাহির চেন্নাই। ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে শেষ বলে হারায় সিএসকে। সব মিলিয়ে চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চম ট্রফি।

Advertisement