scorecardresearch
 

MS Dhoni Retirement: কেন পরের মরশুমেও খেলতে চান ধোনি? জেনে নিন এই ৩ কারণ

এই বছরের আইপিএল-এর (IPL 2023) ফাইনালে টানটান উত্তেজনাকর ম্যাচে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে আবারও আইপিএল ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই মরশুমে, হাঁটুর চোটের জন্য বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। আইপিএল শেষ হওয়ার পরেই অস্ত্রোপচার হয় ধোনির। 

Advertisement
মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি
হাইলাইটস
  • পরের মরশুমেও খেলার ইঙ্গিত ধোনি
  • কেন পরেরবারও খেলতে দেখা যাবে ধোনিকে?

এই বছরের আইপিএল-এর (IPL 2023) ফাইনালে টানটান উত্তেজনাকর ম্যাচে গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) হারিয়ে আবারও আইপিএল ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই মরশুমে, হাঁটুর চোটের জন্য বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। আইপিএল শেষ হওয়ার পরেই অস্ত্রোপচার হয় ধোনির। 
 

৪২ বছর বয়স হবে ধোনির
টুর্নামেন্ট জুড়ে ধোনি সম্পর্কে দাবি করা হয়েছে যে তিনি এই মরশুমের পরে অবসর নেবেন। এর কারণ তাঁর বয়স। কিন্তু এই সব দাবির মাঝেই ধোনি প্রতিবারই বলেছেন যে তিনি এখনই অবসরের কথা ভাবছেন না। ফাইনাল খেলার পর ধোনি বলেছেন, ‘পরের মরশুমের আগে তাঁর হাতে এখনও ৭-৮ মাস বাকি রয়েছে।‘ ধোনি সেই সমস্ত দাবি প্রত্যাখ্যান করেছেন। ধোনি যা জানিয়েছেন, তাতে এটা স্পষ্ট পরের মরশুমেও খেলতে চান মাহি। ক্রিকেট ভক্তরা তাঁর বক্তব্য নিয়ে দারুণ খুশি। তবে কেন পরের মরশুমে ফিট না হলেও খেলতে হবে ধোনিকে? দেখে নেওয়া যাক কোন তিন কারণের জন্য পরের মরশুমেও খেলতে চাইছেন ধোনি?

আরও পড়ুন: ধোনির হাঁটুর সার্জারি কেমন হল? জানালেন CSK সিইও

ধোনির বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি পরের মরশুমেও খেলতে তৈরি। ভক্তরাও তার বক্তব্যে দারুণ খুশি। তবে এটাও জেনে রাখা দরকার যে ধোনি পরের মরশুমে খেলতে চান তার কারণ কী? বা ধোনির পরের মরসুমে খেলার কারণ কী? আসুন আমরা আপনাকে বলি যে 3টি বড় কারণ রয়েছে যা দেখায় যে ধোনি অবশ্যই পরের মরসুমে খেলতে পারেন।  

ধোনির বিকল্প নেই

ধোনি আইপিএলের প্রথম মরশুম অর্থাৎ ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব সামলাচ্ছেন। এই সময়ে, তাঁর অধিনায়কত্বে, সিএসকে দল ১০ বার ফাইনাল খেলে এবং ৫ বার চ্যাম্পিয়ন হয়। ২০২২ মরশুমে, ধোনির জায়গায় রবীন্দ্র জাদেজাকে (Ravibdra Jadeja) অধিনায়কত্ব হস্তান্তর করা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। প্রথম ৮টি ম্যাচের মধ্যে ৬টি হেরে যাওয়ার পর জাদেজা মাঝপথে অধিনায়কত্ব ছেড়ে দেন এবং তারপর মাহিকে দায়িত্ব নিতে হয়।

Advertisement

আরও পড়ুন: ধোনির চোখে জল, কেঁদে ফেললনে মাহি ভক্তরাও, IPL ফাইনালের VIRAL VIDEO

ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে আসতে পারেন ধোনি। সেক্ষেত্রে লাভ হতে পারে চেন্নাইয়ের। কারণ, তাঁর জায়গায় ফিল্ডিং করতে আসতে পারেন অন্য কেউ। আবার ধোনি যদি ব্যাট করতে না চান তা হলে তাঁর জায়গায় অন্য কোনও ইমপ্যাক্ট ক্রিকেটার আসতে পারেন। তবে চেন্নাই ড্রেসিংরুমে ধোনির উপস্থিতি একেবারে আলাদা একটা ব্যাপার। 
 
 

Advertisement