লা লিগার সঙ্গে চুক্তি আগেই চুক্তি স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে অ্যাকাডেমি গড়তে চলেছে লা লিগা (La Liga)। শুক্রবার লা লিগার সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার। এবার রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সান্তিয়াগো বার্নাবিউতে যান। স্টেডিয়ামে বসেন। তাঁর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী প্রায় এক ঘণ্টা ছিলেন সেখানে। রিয়াল মাদ্রিদ কী কী ট্রফি জয় করেছে, সেখানকার পরিকাঠামো কেমন ইত্যাদি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের তরফেই এই স্টেডিয়াম মুখ্যমন্ত্রীকে ঘুরিয়ে দেখানো হয়। সেখান থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, রিয়াল মাদ্রিদের মতো বাংলার ফুটবলও বেশ সমৃদ্ধ। বাঙালির প্রাণের খেলা এই ফুটবল। জানা যায়, কীভাবে বাংলার ফুটবলের সঙ্গে স্পেনকে জুড়ে দেওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী ভাবনাচিন্তা করছেন।
রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউ সম্প্রতি নব কলেবরে সেজে উঠেছে। সেই স্টেডিয়ামের ছাদ প্রয়োজন মতো খোলা-বন্ধ করা যায়। শুধু তাই নয়, মাঠও চলে যায় মাটির নীচে। মাঠের যাতে কোনও ক্ষতি না হয়, তাই তা ভাঁজ করে ঢুকে যাবে মাটির নীচে। সেখানে জল, অতিবেগুনি রশ্মি দিয়ে সতেজ রাখা হবে ঘাস।
এই ফুটবল মাঠের স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর পাশের বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর এই স্টেডিয়াম পরিদর্শনের কারণ এখনও পরিষ্কার নয়। তবে লা লিগার অ্যাকাডেমি সান্তিয়াগো বার্নাবিউর আদলে হবে কি না তা এখনও পরিষ্কার নয়। সে ব্যাপারে কিছু জানানোও হয়নি।
আবার এমনও হতে পারে রাজ্যের কোনও স্টেডিয়ামকে সান্তিয়াগো বার্নাবিউর আদলে করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে সবটাই জল্পনা। কারণ, সরকারিভাবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি।