scorecardresearch
 

Manoj Tiwary On Team India Captain: কী কারণে টি২০-তে হার্দিক নয়, সূর্য ক্যাপ্টেন হলেন? যা বললেন মনোজ

টি২০ বিশ্বকাপের পর, ভারতীয় টি২০ দলে আমূল পরিবর্তন এসেছে। কোচ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনও পরিবর্তন হয়েছে। রোহিত শর্মা টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, মনে করা হচ্ছিল হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হতে পারে। তবে শেষ অবধি দেখা গেল, সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে কোচ গৌতম গম্ভীর। ভারতীয় দলের নতুন কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। 

Advertisement
মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারি

টি২০ বিশ্বকাপের পর, ভারতীয় টি২০ দলে আমূল পরিবর্তন এসেছে। কোচ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনও পরিবর্তন হয়েছে। রোহিত শর্মা টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, মনে করা হচ্ছিল হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হতে পারে। তবে শেষ অবধি দেখা গেল, সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে কোচ গৌতম গম্ভীর। ভারতীয় দলের নতুন কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। 

মনোজ মনে করেন, ফিটনেস একটা বড় ব্যাপার এখনকার ক্রিকেটে। তাই, সেদিক থেকে হার্দিকের জায়গায় সূর্যকুমারকে ক্যাপ্টেন করা সঠিক সিদ্ধান্ত। ডুরান্ড কাপের প্রেস কনফারেন্সে এসে মনোজ বলেন, 'ভাল সিদ্ধান্ত আমি বলব। কারণ, ফিটনেস বেশ বড় ব্যাপার। সেই কারণে এই সিদ্ধান্ত বেশ ভাল। সূর্যকুমার বেশ ভাল ক্রিকেটার। এখন ক্যাপ্টেন হিসেবে কেমন করেন সেটাই দেখার।' ক্যাপ্টেন হিসেবে হার্দিককে দায়িত্ব না পাওয়া নিয়েও মুখ খোলেন মনোজ। তিনি বলেন, 'ফিটনেস তো হার্দিকের ক্ষেত্রে একটা ব্যাপার। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। পাশাপাশি বয়সও ফ্যাক্টর। ভারতীয় দল এখন চাইছে, কোনও টুর্নামেন্ট নয়, বিশ্বকাপের দিকে লক্ষ্য রাখতে। আর সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছ।'

ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিতলেও, মনোজ মনে করেন। এতে খুব বেশি আনন্দ করার মতো কিছু নেই। বাংলা দলের প্রাক্তন ক্যাপ্টেন মনে করেন, 'এত বছর সময় লাগল কেন সেটাই ভাবতে হবে। আমাদের দেশে ক্রিকেটে এত প্রতিভা, এত ভাল পরিকাঠামো আমাদের বোর্ড দিচ্ছে তা হলে কেন এমনটা হবে? সেটাও ভাবার সময় এসে গিয়েছে।' ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীরকে নিয়ে যদিও আশাবাদী মনোজ। তিনি বলেন, 'কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়ে গম্ভীর ট্রফি জিতিয়েছেন। তাই আমিও তাকিয়ে থাকব। কীভাবে তিনি এই দলটাকে সামলান।' 

আরও পড়ুন

Advertisement

তবে গম্ভীরের সাহসিকতার কিছুটা অভাব রয়েছে বলেও মনে করেন মনোজ। বাংলা দলের তারকার বলেন, 'গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলঙ্কা সফর। সেই সফরে তিনি হয়ত কোনও ভাবেই হারতে চাইছেন না। সেই কারণেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে শ্রীলঙ্কা সফরেও দলে নিয়েছেন। যাতে তাঁর জয় নিশ্চিত হয়।'                 

Advertisement