অসাধারণ বোলিং ম্যাট হেনরির (Matt Henry)। দীর্ঘ আট মাস পরে টেস্ট ক্রিকেট খেলতে নেমে আগুন ঝড়ালেন ডান হাতি এই পেসার। একাই সাত উইকেট নিয়ে শেষ করে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। তাঁর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারই টিকতে পারেননি। ক্রাইস্টচার্চে টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের মধ্যেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা (South Africa)। হেনরির দাপটে মাত্র ৯৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। প্রথম দিনের চা পানের বিরতির আগেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ৪৯ ওভার দুই বলেই সব উইকেট হারায় তারা। ১৫ ওভার বল করেই সাত উইকেট তুলে নেন ম্যাট হেনরি। ৯০ বছর পর প্রথমবার কোনো টেস্টের প্রথম ইনিংসে ১০০-র কম রানে অলআউট হলো দক্ষিণ আফ্রিকান দল। এর আগে ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকান দল।
নিউজিল্যান্ড দল তাদের তিন তারকা খেলোয়াড় ছাড়াই এই ম্যাচে মাঠে নেমেছে। রস টেলর বাংলাদেশ সিরিজের পর অবসর নিয়েছেন, কেন উইলিয়ামসন (Ken Willamson) তাঁর কনুইয়ের চোট থেকে সেরে উঠছেন এবং ট্রেন্ট বোল্ট ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছেন না।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন জুবাইর হামজা। ২৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান কাইল ভেরেইনের। ১৮ রান করে আউট হন তিনি। মার্করাম করেন ১৫ রান। সারেল এরউই ১০ রান করেন আউট। ডিন এলগার ১ রান করে আউট হন। মাত্র আট রান করে ফেরেন ভ্যান ডার ডুসেন। সাত রান করে আউট আউট হন তেম্বা বাভুমাও।
আরও পড়ুন: 'আগে দল,' শ্রেয়সকে বাদ দিয়ে রোহিত কী বললেন?
মাত্র ১৫ ওভার বল করে সাতটি মেডেন দেন হেনরি। মাত্র ২৩ রানের বিনিময় সাত উইকেট তুলে নেন নিউজিল্যান্ডেরর এই বোলার। টেস্ট কেরিয়ারের প্রথম বার এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন হেনরি। তাও আবার ঘরের মাঠে। হেনরি ছাড়াও নিউজিল্যান্ডের আরও তিন বোলার একটি করেদ উইকেট পেয়েছেন। টিম সাউদি, কাইল জেমিসন ও নিল ওয়াগনার একটি করে উইকেট পান।