এক মরশুমে ২০ ম্যাচে আট গোল। যার মধ্যে বেশ কয়েকটি বিশ্বমানের। দুই কোচ আন্তোনিও লোপেজ হাবাস ও জুয়ান ফেরান্দোর তুরুপের তাস হয়ে ওঠা লিস্টন কোলাসোর (Liston Colaco) গোলে মুগ্ধ ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ওয়েনও (Michael Owen)। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) এই ফুটবলার শুধু আটটা গোল করেছেন এমনটা নয় তিনটি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামে। এবারের আইএসএল-এ (ISL) নিজের পছন্দের পাঁচটি গোল বাছতে বসেছিলেন ওয়েন। সেই তালিকায় চার নম্বরে রয়েছে লিস্টনের গোল। এফসি গোয়ার বিরুদ্ধে দুরন্ত নাকল শটে করা গোল মুগ্ধ করেছে প্রাক্তন তারকাকে।
ওয়েন বলেন, ''লিস্টনের গোলটা সত্যি অসাধারন। শটের জোর দেখে মনে হচ্ছিল বলটা বোধহয় বাইরে চলে যাবে। কিন্তু আসতে আসতে তা গোলের মধ্যে ঢুকে যায়। অত দূর থেকে শট করে বলটা গোলে ঢোকানোর জন্য আলাদা দক্ষতার প্রয়োজন হয়। আর লিস্টনের সেটা রয়েছে। ও খুবই স্পেশাল।''
তবে শুধু এই মরশুম নয় গত মরশুম থেকেই ভাল ফুটবল খেলছেন লিস্টন। তবে গত মরশুমে গোল পাচ্ছিলেন না। মাত্র দুটি গোল করলেও তাঁর খেলায় দক্ষতার ছাপ ছিল। এবার নিজেকে মেলে ধরেছেন। যদিও লিগ শিল্ড জিততে পারেনি এটিকে মোহনবাগান। জামশেদপুরের বিরুদ্ধে হেরে যাওয়ায় লিগ শিল্ড চলে গিয়েছে গ্রেগ স্টুয়ার্টদের দখলে। তবে সেমিফাইনালে উঠেছে এটিকে মোহনবাগান। এটিকে এর আগেও আইএসএল জিতেছে তবে মার্জ হওয়ার পরে এখনও ট্রফি নেই এটিকে মোহনবাগানের ক্যাবিনেটে। তাই এবার জিতে সেই অধরা স্বপ্ন পূরন করতে চান সবুজ-মেরুন ফুটবলাররা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শনিবার মুখোমুখি হবে দুই দল। ফিরতি লেগের ম্যাচ বুধবার।
আরও পড়ুন: করোনায় বন্ধ মাঠে যাওয়া, দু'বছর আগের আই লিগ জয়ের স্মৃতিতেই মজে মোহনবাগান সমর্থকরা
আরও পড়ুন: Audi-BMW... লাক্সারি গাড়ির লাইন KKR ক্যাপ্টেন শ্রেয়সের গ্যারেজে
আবারও কী জ্বলে উঠবেন লিস্টন? গোল করার লোক অবশ্য অনেক রয়েছে এটিকে মোহনবাগানে। তবে তাদের সকলের মধ্যে থেকেও আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন এই ভারতীয় ফুটবলার।