scorecardresearch
 

Mithun Chakraborty Sourav Ganguly: সুযোগ পেলেই মাঠে নেমে পড়েন মিঠুন, সৌরভ-কপিলদের বিরুদ্ধে ম্যাচে কী হয়েছিল?

তারকা হলেও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) যেমন রাজনৈতিক পরিচয় রয়েছে, ঠিক তেমনই খেলাধুলো নিয়েও মেতে থাকেন তিনি। তবে খেলার মধ্যে তাঁর বেশি পছন্দ ফুটবল। আয়লায় বিধ্বস্ত বাংলার জন্য সাহায্য তুলতে আরেক আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে মাঠে নেমে পড়েছিলেন মহাগুরু। আসলে ফুটবলের প্রতি প্রেমই মিলিয়ে দিয়েছিল দুই তারকাকে। ২০০৫ সালে এই ম্যাচ হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। 

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী সৌরভ গঙ্গোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী

তারকা হলেও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) যেমন রাজনৈতিক পরিচয় রয়েছে, ঠিক তেমনই খেলাধুলো নিয়েও মেতে থাকেন তিনি। তবে খেলার মধ্যে তাঁর বেশি পছন্দ ফুটবল। আয়লায় বিধ্বস্ত বাংলার জন্য সাহায্য তুলতে আরেক আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে মাঠে নেমে পড়েছিলেন মহাগুরু। আসলে ফুটবলের প্রতি প্রেমই মিলিয়ে দিয়েছিল দুই তারকাকে। ২০০৫ সালে এই ম্যাচ হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। 

কলেজে পড়াকালীন সৌরভের পছন্দ ছিল ফুটবল। নিয়মিত ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচও দেখতেন। পরে ফুটবল প্রশাসনে যুক্ত হন সৌরভ। ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা ফ্র্যাঞ্চাইজির শেয়ার ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক। যদিও ক্রিকেট প্রশাসনে দায়িত্ব নেওয়ার পর স্বার্থের সংঘাতের কারণে সরে দাঁড়ান মহারাজ। এরপর বাংলা ক্রিকেট সংস্থা এবং তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন সৌরভ। তাতেও ফুটবল প্রেম কমেনি। সুযোগ পেলে এবং লন্ডনে থাকাকালীন দুই ম্যাঞ্চেস্টারের ম্যাচ দেখতেও গ্যালারিতে দেখা যায় সৌরভ।

সিনেমা জগতের দারুণ জনপ্রিয় মুখ মিঠুন চক্রবর্তী। তিনিও ফুটবলের টানে বিভিন্ন চ্যারিটি ম্যাচে খেলেছেন। সেই ম্যাচটা হয় সৌরভ বনাম মিঠুন। ক্রিকেট ও বলিউডের একঝাঁক তারকা মুখোমুখি হয়েছিলেন ফুটবল ম্যাচে। কলকাতা হয়েছিল সেই ম্যাচ। মিঠুনের দলে ছিলেন গোবিন্দা, অক্ষয় কুমারের মতো বলিউড তারকা। আর সৌরভের টিমে দেশের বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন কপিল দেব, কৃষ্ণমাচারী শ্রীকান্তের মতো ক্রিকেটাররা। সেই ম্যাচ থেকে উঠেছিল প্রায় ৩০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সেই টাকা জমা দেওয়া হয়। এরপর বাংলা থেকে ফুটবলার তুলে আনার কাজও করেছিলেন মিঠুন। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি গড়েছিলেন তিনি। 

আরও পড়ুন

সৌরভের দল সেই ম্যাচ ২-০ গোলে জিতে নেয়। সেই ম্যাচের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুটিং করতে করতেই অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাঁর স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন তাঁর ফ্যানরা। ইতিমধ্যেই টলিউডের অনেক তারকা তাঁকে হাসপাতালে গিয়ে দেখেও এসেছেন। সুপারস্টার দেব ছাড়াও এই তালিকেয় রয়েছেন ডিরেক্টর রাজ চক্রবর্তীও। তাঁরা যদিও জানিয়েছেন উদ্বেগের কিছু নেই। এখন অনেকটাই সুস্থ মিঠুন।      

Advertisement

 

Advertisement