'শক্তি, ক্ষমতা আর যৌবন সারাজীবন ধরে রাখা যায় না।' আবারও মহম্মদ শামিকেই (Mohammad Shami) কি নিশানা বানালেন তাঁর স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)? ইনস্টাগ্রামে তাঁর পোস্ট নিয়ে জল্পনা। শনিবার রাতে ইনস্টাগ্রামে এই পোস্ট করে ট্রোলড হতে হল মডেল অভিনেত্রীকে। অনেকেই বলেন, 'এটা আপনার জন্য প্রযোজ্য।'শামির সঙ্গে অনেকদিন ধরেই সমস্যা চলছে হাসিনের। বিবাহ বিচ্ছেদ না হলেও আলাদা থাকেন তাঁরা।
কী পোস্ট করলেন হাসিন?
এক বৃদ্ধ সিংহের ছবি দিয়ে হাসিন সঞ্জয় কুমারের কোট লেখেন, 'শক্তি, ক্ষমতা, যৌবন কিছুই চিরস্থায়ী নয়, সবারই একটা 'এক্সপায়ারি ডেট' আছে..!' এই পোস্টের পরেই ট্রোলড হতে হয় হাসিনকে।
আরও পড়ুন: দেন অঞ্জলি-নাচেন বিসর্জনেও; কোন পুজো কমিটির সঙ্গে যুক্ত সৌরভ?
আগেও এমন পোস্ট করেছেন হাসিন
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানকে (India vs Pakistan) হারানোর পর হাসিন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'এটা হওয়ারই ছিল। অভিনন্দন ভারতীয় দলকে। দেশের মর্যাদা, গরিমা বাঁচাতে দেশ ভক্তদেরকেই এগিয়ে আসতে হয়। ধন্যবাদ ভারতীয় দলকে।' পাশাপাশি তিনি এও লিখেছেন, 'অপরাধী, বহুগামীদের দিয়ে ভারতকে জেতান সম্ভব নয়।' আসলে, ২০২১ টি২০ বিশ্বকাপে দুবাইয়ের মাঠেই ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতের দলে থাকলেও রবিবারের ম্যাচে ভারতীয় দলে (Team India) ছিলেন না টিম ইন্ডিয়ার স্পিডস্টার। ২০২১ সালের সেই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন শামি। বল হাতে একটাও উইকেট তুলতে পারেননি তিনি। আর সেই জন্যই যখন এই প্রতিশোধের পর গোটা দেশ সেই ক্ষতে মলম লাগাচ্ছে তখনই ২০২১ টি২০ বিশ্বকাপের প্রসঙ্গ ফের তুলে ধরলেন হাসিন।
আরও পড়ুন: বাংলায় কথা বললেন বাংলার জামাই, কী বললেন ধোনি? VIDEO VIRAL
ভারতীয় দলে নেই শামি
ভারতীয় দল এখন টি২০ ম্যাচ খেলছে। শামিকে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেখা যাচ্ছে না। তবে টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) রিজার্ভে রয়েছেন শামি। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে নেই তিনি। আবার দক্ষিণ আফ্রিকা সিরিজেও রাখা হয়নি তাঁকে। তবে টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও প্রায় নেই।