আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরের মরসুমে আইএসএল খেলার প্রস্তুতি শুরু করে দিল মহামেডান। পরের মরসুমের জন্য বাজেট আরও দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাদা-কালো কর্তারা। এই মরসুমে ১৫ কোটি টাকার দল নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান। শুরু থেকে শেষ অবধি ছিল শীর্ষেই। শেষ হোম ম্যাচ বাকি থাকলেও শীর্ষ স্থান থেকে তাদের নামাতে পারবে না কোনও দলই। পরের মরসুমে লড়াই আরও কঠিন তাই বাজেট বাড়িয়ে ৩০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা।
দলে পরিবর্তন হবে?
দলে কয়েকজন বিদেশি ও ভারতীয় ফুটবলার যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সেই সমস্ত ফুটবলারদের সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছেন কর্তারা। ডেভিড লালরিনজুয়ালা ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্রাক্ট সই করলেও তাঁর শর্ত ছিল, মহামেডান আইএসএল খেললে তিনি সাদা-কালো শিবিরেই থেকে যাবেন। তবে ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্রাক্ট সই করার পর কী করবেন তা তার উপরেই ছেড়ে দিতে চাইছেন কর্তারা। পাশাপাশি আরও কয়েকজন ভাল বিদেশি সই করতে চাইছেন কর্তারা। কোচ থেকছেন চেরনিশভই। তাঁর কোচিং-এ এই মরসুমে দারুণ খেলেছে মহামেডান। এসেছে আইএসএল খেলার ছাড়পত্রও। ফলে তাঁকে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনাই নেই মহামেডানের। এখনও পর্যন্ত যা আপডেট তাতে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে একাধিক ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। সব ঠিক থাকলে ইন্ডিয়ান সুপার লিগ খেলা নামী বিদেশি ফুটবলারকেও সাদা কালো জার্সি পরে দেখা যেতে পারে মাঠে। জল্পনায় রয়েছে পেরেরা দিয়াজের নাম। যদিও চূড়ান্ত এখনও কিছু হয়নি। তবে সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে।
আইএসএল-এ প্রথমবার সুযোগ পেয়ে ধীরে চল নীতিই নিতে চাইছে মহামেডান। ক্লাব কর্তা কামারউদ্দিন bangla.aajtak.in-কে বলেন, 'আমরা আসতে আসতে এগোতে চাই। এই মরসুমে ১৫ কোটির দল গড়েছিলাম। আর এবার ৩০ কোটির আশেপাশে থাকবে টিমের বাজেট। কয়েকজন ভারতীয় ফুটবলারকে আমাদের পছন্দ হয়েছে। তাদের সঙ্গেও কথাবার্তা বলছি। কয়েকজন বিদেশি ফুটবলারও পরিবর্তন হতে পারে।'
শেষ ম্যাচ ফ্রিতে দেখার ব্যবস্থা
আই লিগের শেষ ম্যাচ যুবভারতীতে করার পরিকল্পনা করছে মহামেডান। পাশাপাশি শেষ হোম ম্যাচে ফ্রিতে দর্শকদের খেলা দেখানোর পরিকল্পনাও করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন মহামেডান ক্লাব সচিব কামারউদ্দিন।