scorecardresearch
 

Mohun Bagan: আবার ৫ গোল! আবার সেই মোহনবাগান, ফিরে দেখা সোনালি অতীত

আবারও পাঁচ গোল দিল সবুজ মেরুন, এবার গোকুলাম কেরল এফসি-র (Gokulam Kerala FC) বিরুদ্ধে। বাঙালির ফুটবল আড্ডায় বারবার উঠে আসে মোহন-ইস্টের নাম। আর আসে সেই ঐতিহাসিক ৫ গোলের পরিসংখ্যান।

Advertisement
মোহনবাগান মোহনবাগান

পাঁচ গোল দেওয়ার মাইলস্টোন আবারও সবুজ মেরুনের দখলেই। পুরনো ইতিহাসের পাতায় পিছিয়ে থাকলেও পরবর্তীতে রাজার মতো ফিরে আসার উদাহরণ তৈরি করেছে সেই মোহনবাগানই। আর এবার ভিন রাজ্যে গিয়ে, বিপক্ষকে ৫ গোল দিল তারা।  

আবারও পাঁচ গোল দিল সবুজ মেরুন, এবার গোকুলাম কেরল এফসি-র (Gokulam Kerala FC) বিরুদ্ধে। বাঙালির ফুটবল আড্ডায় বারবার উঠে আসে মোহন-ইস্টের নাম। আর আসে সেই ঐতিহাসিক ৫ গোলের পরিসংখ্যান। ১৯৭৫ সালের আইএফএ শিল্ডে (IFA Shield), লাল হলুদের অনবদ্য পারফরম্যান্সের কথা সবারই জানা। শ্যাম থাপার (Shyam Thapa) দুটি গোল ছাড়াও, সুরজিত সেনগুপ্ত (Surajit Sengupta), শুভঙ্কর সান্যাল (Subhankar Sanyal) এবং রণজিৎ মুখোপাধ্যায় (Ranajit Mukherjee) একটি করে গোল পান। মোহনবাগানের (Mohun Bagan) এই পাঁচ গোলে হারের জ্বালা কিছুটা জুড়িয়েছিল ২০০৯ সালে। এমনকি সবুজ মেরুন কর্তা টুটু বসুর মুখেও বহুবার ঘুরে ফিরে আসে পাল্টা পাঁচ গোল দেওয়ার কথাও। আসলে কলকাতার দুই প্রধানের ক্ষেত্রে, বিপক্ষকে গোলের মালা পড়ানোর লক্ষ্য তো খুবই স্বাভাবিক। আর পাঁচ গোল মানেই মাইলস্টোন। 

নিজস্ব চিত্র

প্রসঙ্গত, লাল হলুদ সমর্থকদের কাছে সেই ৫ গোলের মাইলস্টোন আসলে অহংকার। সুখের সময়ে ইস্টবেঙ্গল সমর্থকরা, বরাবরই মোহনবাগান সমর্থকদের এই ৫ গোলের রেকর্ড নিয়েই কথা শোনান। কিন্তু পরবর্তীতে সময় এগিয়েছে এবং পরিস্থিতিও বদলেছে। টানা ভালো সময় কাটালেও, সেই রেকর্ডের পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়ে বাগান শিবিরও। শুধু লাল হলুদই ৫ গোল দেবে? না, তা নয়। সেই ২০০৯ সালের এক রবিবারের বিকেল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, মুখোমুখি হয় মোহনবাগান এবং ইস্টবেঙ্গল (East Bengal)। এই ম্যাচে গোলের বন্যা দেখেছিল কলকাতা। বিধ্বংসী গোলস্কোরিং রেকর্ড গড়েন সবুজ মেরুনের বিদেশি চিডি (Chidi Edeh), করেন ৪টি গোল। সেইসঙ্গে মনীশ মাথানির (Manish Maithani) একটি গোল। ইস্টবেঙ্গলকে ৫ গোল দেয় মোহনবাগান। পাল্টা ৩ গোল খেলেও, লাল হলুদের জালে শেষপর্যন্ত ৫ বার বল জড়াতে সক্ষম হয় করিম বেঞ্চেরিফার (Karim Bencherifa) ছেলেরা। কাটা ঘায়ে নুন ছেটানোর সুযোগ দেয়নি সেইবার মোহনবাগান। 

Advertisement

আরও পড়ুন: ৫-১ গোলে গোকুলামকে হারাল মোহনবাগান, সুপার কাপে কামাল সবুজ-মেরুনের

কলকাতা ডার্বি মানেই তো সেই আবেগ। সেই চেনা উত্তেজনায় ভরপুর এবং ফুটবলপ্রেম। বর্তমানে পরিস্থিতি অনেক বদলেছে। ফুটবলে অনেক আধুনিকতা এসেছে। কিন্তু প্রিয় দলের হয়ে পাঁচ গোল দেখতে চান সমর্থকরা বরাবর। গত বেশ কয়েকটি মরশুম ধরে টানা ডার্বি জয় মোহনবাগানের। এমনকি ডার্বি জয়ের হ্যাট-ট্রিকও হয়ে গেছে। মোহনবাগানের ঝুলিতে এখন ৫ গোলের রেকর্ড ছাড়াও আরও অনেককিছুই রয়েছে। কিন্তু ৫ গোল দেওয়ার অভ্যাস ফুরিয়ে যায়নি। তাই সুপার কাপের ম্যাচেও, বিপক্ষকে আবার সেই পাঁচ গোলের মালা পড়াল মোহনবাগান। এবার গোকুলাম কেরল এফসির বিরুদ্ধে। ভিন্ন রাজ্যে গিয়ে, সেই রাজ্যের দলকেই ৫-১ গোলে হারানো তো মুখের কথা নয়। কিন্তু করে দেখাল বাগান শিবির, ৫ গোল দেওয়ার মাইলস্টোন আবারও। 

লিস্টন কোলাসোর (Liston Colaco) দুটি গোল ছাড়াও, গোল পান কিয়ান নাসিরি (Kiyan Nassiri), মনবীর সিং (Manbir Singh) এবং হুগো বুমোস (Hugo Boumous)। আসলে সময় বদলায়, দলে পরিবর্তন হয় কিন্তু ৫ গোলের আকাঙ্ক্ষা এবং টার্গেট আসলে একই থাকে। সাপোর্টাররা গলা ফাটান সেই ৫ গোলের জন্যই। অর্থাৎ, শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়। পাঁচ গোলের মাইলস্টোন তৈরির ক্ষমতা মোহনবাগানেরও রয়েছে, প্রমাণ করল সবুজ মেরুনই। 

প্রতিবেদক: শুভঙ্কর দাস

Advertisement