scorecardresearch
 

Super Cup 2023 Mohun Bagan vs Gokulam Kerala FC: ৫-১ গোলে গোকুলামকে হারাল মোহনবাগান, সুপার কাপে কামাল সবুজ-মেরুনের

সুপার কাপে ডুরান্ডের বদলা নিয়ে নিল মোহনবাগান। কেরলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোকুলাম কেরল এফসিকে গোলে হারিয়ে দারুণ শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। দুটো গোল করলেন আইএসএল-এ ফর্ম হারিয়ে ফেলা লিস্টন কোলাসো। দুটো গোলই অসাধারণ। ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ দক্ষতায় দলকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন। বক্সের মধ্যে বাঁ দিক থেকে নেওয়া শট ডানদিকের কোন দিয়ে ঢুকে যায় গোলে। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল
হাইলাইটস
  • সুপার কাপের প্রথম ম্যাচে জয় মোহনবাগানের
  • ৫-১ গোলে হারাল গোকুলামকে

সুপার কাপে (Super Cup 2023) ডুরান্ডের (Durand Cup) বদলা নিয়ে নিল মোহনবাগান (ATK Mohun Bagan)। কেরলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে গোকুলাম কেরল এফসিকে (Gokulam Kerala FC) গোলে হারিয়ে দারুণ শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। দুটো গোল করলেন আইএসএল-এ (ISL) ফর্ম হারিয়ে ফেলা লিস্টন কোলাসো (Liston Colaco)। দুটো গোলই অসাধারণ। ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ দক্ষতায় দলকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন। বক্সের মধ্যে বাঁ দিক থেকে নেওয়া শট ডানদিকের কোন দিয়ে ঢুকে যায় গোলে। গোলরক্ষকের কিছুই করার ছিল না। 

গোল পেয়ে গেলেও আক্রমণের ঝাঁজ কমায়নি মোহনবাগান। যদিও সুযোগ পেয়েছিল কেরলের দলটিও। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান লিস্টন। দ্বিতীয় গোলটাও দারুণ। বাঁ দিকের উইং বরাবর উঠে এসে দূরপাল্লার শট জালে জড়ান লিস্টন। টপ কর্নারে গোলরক্ষক শিবিন রাজের মাথার ওপর দিয়ে বল ঢোকে জালে। প্রথমার্ধের একেবারে শেষদিকে গোল করেন হুগো বুমোসও (Hugo Boumos)। তাঁকে নিয়ে নানা জল্পনা শোনা গেলেও এই গোল তাঁকে আরও আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সুপার কাপের শুরুতেই হোঁচট খেল ইস্টবেঙ্গল, ওড়িশার বিরুদ্ধে ড্র ক্লেইটনদের

চতুর্থ গোল আসে মনবীরর সিং-এর পা থেকে। ৬৭ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। অ্যাসিস্ট করেন হুগো। বাঁ দিক থেকে দারুণ রান করা মনবীরকে পাস দেন হুগো। তাঁর ডান পায়ের শট নীচে বাঁ দিক দিয়ে গোলে ঢোকে। ৭১ মিনিটে ব্যবধান কমান মেন্ডি। ডানদিকের উইং দিয়ে ওমরের ফ্রিকিক থেকে বল যায় বাউমার কাছে সেখান থেকে বল নিয়ে মেন্ডি গোল করেন।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে জট কাটবে? অরূপ বলছেন, 'মুখ্যমন্ত্রী তো ক্রীড়াপ্রেমী'
  
ম্যাচের একেবারে শেষ লগ্নে ব্যবধান আরও বাড়ান কিয়ান নাসিরি। ম্যাচর শেষ মুহূর্তে শিবিনের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তরুণ স্ট্রাইকার। গোল পেতে পারতেন আশিস রাইও (Ashaish Rai)। পোস্টে লেগে তাঁর নেওয়া শট বাইরে চলে যায়। শেষ পাঁচ মিনিটে গোলসংখ্যা আরও বাড়াতে পারত মোহনবাগান। তাতে লজ্জা আরও বাড়ত গোকুলামের। ৩২৬ দিন পরে মুোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামেন তিরি।  

Advertisement

 

  

Advertisement