scorecardresearch
 

Mohun Bagan, East Bengal: 'চুক্তিই সই হয়নি, খেলবে কী?' ইস্টবেঙ্গলকে কটাক্ষ মোহনবাগান সচিবের

এক সাক্ষাৎকারে দেবাশিস দত্ত বলেন, '' ইস্টবেঙ্গল খেলবে? উত্তর আছে? যে সই করেনি, চুক্তি হয় না তারা খেলবে কী? মোহনবাগান একা খেলবে না কি? আমাদের দল তৈরি আছে। ওদের টিমটা যখন তৈরি হবে তখন আমার কাছে প্রশ্ন করবেন। তখন জিজ্ঞাসা করবেন, ইস্টবেঙ্গল তৈরি,মহামেডান তৈরি আপনারা খেলবেন?''

Advertisement
দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • ইস্টবেঙ্গলকে কটাক্ষ দেবাশিস দত্তের
  • চুক্তি সই হয়নি ইস্টবেঙ্গলের

মাঠে এখনও বল গড়ায়নি। শুরু হয়নি নতুন মরশুম। তবুও কথার যুদ্ধ লেগে গেল দুই প্রধানের। ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি সই নিয়ে কটাক্ষের সুর মোহনবাগান সচিব দেবাশিস দত্তের গলায়। ইস্টবেঙ্গলের চুক্তি সই না হলেও তারা কলকাতা লিগ খেলবে বলে জানিয়ে দিয়েছে। শুধু কলকাতা লিগ নয়, ডুরান্ড, আইএফএ শিল্ডেও খেলার কথা জানিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। আর অন্যদিকে কলকাতা লিগ খেলা নিয়ে ধোঁয়াশা মোহনবাগানে। এটিকে মোহনবাগান কি এবারেও কলকাতা লিগ খেলবে না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই পড়শি ক্লাবের উদ্দেশ্যে কটাক্ষ করলেন মোহন সচিব। 

এক সাক্ষাৎকারে দেবাশিস দত্ত বলেন, '' ইস্টবেঙ্গল খেলবে? উত্তর আছে? যে সই করেনি, চুক্তি হয় না তারা খেলবে কী? মোহনবাগান একা খেলবে না কি? আমাদের দল তৈরি আছে। ওদের টিমটা যখন তৈরি হবে তখন আমার কাছে প্রশ্ন করবেন। তখন জিজ্ঞাসা করবেন, ইস্টবেঙ্গল তৈরি,মহামেডান তৈরি আপনারা খেলবেন?''

কলকাতা শুধু লিগ নয়, ডুরান্ড, আইএফএ শিল্ডেও খেলার কথা জানিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। এ নিয়েও কটাক্ষ শোনা গেল দেবাশিসের মুখে। তিনি বলেন, ''দল নেই আর ওরা বলছেন লিগ খেলব। এটা হাস্যকর না? আগে তো চুক্তি সই করুক তারপরে তো খেলবে।'' 

আরও পড়ুন: কাটছে জট, আগামী সপ্তাহেই ইমামির সঙ্গে চুক্তি সই ইস্টবেঙ্গলে?

ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারকে নিয়েও কটাক্ষ করেছেন দেবাশিস। তবে ক্লাবের সচিব কল্যাণ মজুমদারকে নিয়ে কটাক্ষের জবাব দিয়েছেন সহ সচিব রূপক সাহা। দেবাশিস বলেন, ''যারা ক্লাবটা চালাচ্ছেন তারা যথেষ্ট ভাল চালান। এ ব্যাপারে সন্দেহ নেই। তারা বড় কর্মকর্তা। তবে আমার কাছে প্রশ্ন আছে, ওনাদের সচিব কোথায়? সচিব আসেন না কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেন না ক্রীড়া মন্ত্রীর সঙ্গে বৈঠকে আসেন না। উনি কি অ্যাক্টিভ নন? সচিব হীন ক্লাব? আমি জানি না। ইস্টবেঙ্গলের মত ক্লাবে সচিব নেই? কোথাও সচিব নেই নাকি সচিবের কোনও ক্ষমতা নেই? আমি জানি এটা নিয়ে বিতর্ক হতে পারে।''

Advertisement

আরও পড়ুন: জন্মদিনের রাতে লন্ডনের রাস্তায় পার্টিতে তুমুল নাচ সৌরভের, VIDEO VIRAL

এই প্রশ্নের উত্তরে রূপক সাহা বলেন, ''মায়ের থেকে মাসির দরদ বেশি। এতে ক্ষতি হতে পারে। বিগত দিনে আমরা দেখেছি দেবাশিস বাবু যখন সচিব হননি তখন তাদের ক্লাবের সচিবকেও বিভিন্ন বৈঠকে দেখা যায়নি। দেবাশিস বাবুকেই দেখা যেত।''    
 

Advertisement