হুগো বুমোসকে ছেড়েই দিল মোহনবাগান সুপার জায়েন্ট। তাঁর জায়গায় চোট সারিয়ে ফেরা জনি কাউকোকে রেজিস্ট্রেশন করাল মোহনবাগান সুপার জায়েন্ট। হুগোকে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। মনে করা হয়েছিল মোহনবাগানের মাঝ মাঠের এই তারকাকে হয়ত লোনে অন্য কোনও ক্লাবে পাঠানো হতে পারে। সুপার কাপ তাঁর কাছে ছিল চূড়ান্ত পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি পাস করতে পারেননি বলে হয়ত তাঁকে ছেঁটে ফেলল মোহনবাগান।
তবে সমর্থকদের একাংশ যদিও মনে করছেন, এটা হয়ার ছিল, কারণ আন্তোনিও লোপেজ হাবাসের দর্শনের সঙ্গে হুগোর খেলা খাপ খায় না। তবে প্রশ্ন হল, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোও শেষ হয়ে গিয়েছে। তা হলে কোন ক্লাবে বাকি মরসুমটা খেলবেন ফরাসি এই ফুটবলার? তা যদিও জানা যায়নি। ডার্বি ম্যাচের দলে হুগো বুমোসের না থাকা, এমনকি রিজার্ভ বেঞ্চেও তাঁকে দেখতে না পাওয়া এই জল্পনা বাড়িয়েছিল। এর সঙ্গে জনি কাউকোর ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলন করা দেখেই এই অনুমান করা হয়েছিল। আর সেটাই সত্যি হল। মোহনবাগানের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া না হলেও, আইএসএল-এ মোহনবাগানের রেজিস্টার্ড ফুটবলাদের তালিকায় নেই হুগো। সেখানে রয়েছেন জেসন কাউকো।
হায়দরাবাদের বিরুদ্ধে শনিবার ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান। সেই ম্যাচে জনি কাউকোকে খেলতে দেখা যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। সুপার কাপের ডার্বিতে সৌভিক চক্রবর্তীর নাগাল এড়িয়ে বেরোতেই পারেননি হুগো। ম্যাচ হারতে হয় মোহনবাগানকে। জনি কাউক আইএসএল-এর প্রথম ডার্বিতে খেলেননি। ম্যাচ ড্র হওয়ায় প্রতিশোধ নেওয়া হয়নি মোহনবাগানের। টানা চার ম্যাচ জয় নেই দলের।
তার উপর আবার নিয়মিত দলের ৪ ফুটবলারকে পাবে না মোহনবাগান। কার্ড সমস্যায় নেই সাদিকু ও গ্লেন। চোট থাকায় খেলতে পারছেন না আনোয়ার আলি ও ব্রেন্ডন হ্যামিল। আশিস রাই চোটের জন্য ডার্বি খেলতে পারেননি। তবে এবার তিনি ফিট হয়ে নামতে পারেন কিনা সেটাই এখন দেখার।