ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ইমামি ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছে। তবুও কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গলকে এবারের আইএসএল-এ ফেবারিট হিসেবেই ধরছেন না মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। আরও এক বার ট্রফি জিততেই মাঠে নামবেন তিনি। তাই মোহনবাগানকে ফেবারিট হিসেবেই মনে করছেন কোচ। পাশাপাশি আরও তিন দলকে ট্রফি জেতার দাবিদার বলে মনে করেন ফেরান্দো।
কারা রয়েছে তাঁর ফেবারিটের তালিকায়? ফেরান্দো বলেন, ‘বলা কঠিন। তবে ওড়িশা এফসি ভাল দল। মুম্বই ও গোয়াতেও অনেক নতুন ফুটবলার রয়েছে। ওদের জেতার ক্ষমতা আছে।’ তবে নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ফেরান্দো। তিনি বলেন, ‘ট্রফি জেতা কঠিন হবে। কিন্তু আমরা দলগতভাবে খেলি। দলগত ভাবেই আমরা সফল হই। মোহনবাগানে আমি বলে কেউ নেই। সব কিছুই আমরা। দলের ফুটবলারেরা ট্রফি জিতিয়েছে। সমর্থকেরা পাশে থেকেছেন। নতুন মরশুমে নতুন চ্যালেঞ্জ থাকবে। তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে তৈরি।’ ডুরান্ডের ফাইনালে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে কাপ জিতেছে মোহনবাগান।
তবে ডার্বিকে অন্য সব ম্যাচের থেকে আলাদা করে দেখছেন না ফেরান্দো। তিনি বলেন, ‘ট্রফি জিততে হলে সব ম্যাচ জিততে হবে। জানি সমর্থকদের কাছে ডার্বির আলাদা গুরুত্ব রয়েছে। কিন্তু আমার কাছে সব ম্যাচ সমান।’
আশিক ক্রুনিয়ানের চোট নিয়ে বেশ ক্ষুব্ধ মোহনবাগান। বুধবার মিডিয়াডেতে এসেও ক্ষোভ উগরে দিলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, 'পুরোপুরি চোটের বিষয়ে জানি না। চিকিৎসকের থেকে জানতে হবে চোটের মাত্রা কতটা। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হবে। আমি ভীষণই হতাশ। চূড়ান্ত হতাশ এই চোট নিয়ে। পুরো ঘটনা আমরা পর্যালোচনা করব। স্ক্যান-এর রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করব।' কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাগানের তারকা উইঙ্গার। তাঁকে তুলে নামানো হয় রহিম আলিকে। এই ঘটনার জেরে এশিয়ান গেমসে ভারতীয় দলে সুযোগ পাওয়া লিস্টন কোলাসোদের ছাড়তে নারাজ মোহনবাগান।