Mohun Bagan Transfer News: লেফট ব্যাক খুঁজছে মোহনবাগান, ক্যাপ্টেন শুভাশিস থাকছেন তো?

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লেফট ব্যাক খুঁজছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। হায়দরাবাদের বিরুদ্ধে ২ গোলে জয় এলেও, ডিফেন্সের সমস্যা ভোগাচ্ছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টকে। ক্যাপ্টেন শুভাশিস বসু থাকলেও তাঁকে সমস্ত ম্যাচে খেলানো সম্ভব নয়

Advertisement
লেফট ব্যাক খুঁজছে মোহনবাগান, ক্যাপ্টেন শুভাশিস থাকছেন তো?মোহনবগান দল ও শুভাশিস বসু

Mohun Bagan Transfer Update: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লেফট ব্যাক খুঁজছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। হায়দরাবাদের বিরুদ্ধে ২ গোলে জয় এলেও, ডিফেন্সের সমস্যা ভোগাচ্ছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টকে। ক্যাপ্টেন শুভাশিস বসু থাকলেও তাঁকে সমস্ত ম্যাচে খেলানো সম্ভব নয়। 

৫ ম্যাচে ১১ গোল খেয়েছে মোহনবাগান
শনিবার গোল খেতে না হলেও, ডিফেন্সের ভুলে শেষ পাঁচ ম্যাচে ১১ গোল খেতে হয়েছে সবুজ-মেরুনকে। সমস্যা বেড়েছে আনোয়ার আলি চোট পেয়ে বাইরে চলে যাওয়ায়। বিপক্ষের আক্রমণ ঠেকাতে বাধ্য হয়েই দুই বিদেশি ডিফেন্ডার ভিক্টর উস্তে ও ব্রেন্ডন হামিলকে খেলাতে গিয়ে আক্রমণ ভাগে দুই বিদেশিকে একসঙ্গে খেলাতে পারছেন না জুয়ান ফেরান্দো। ফলে গোল করতে সমস্যায় পড়তে হচ্ছে স্ট্রাইকারদের। সেই কারণেই আগে ডিফেন্স শক্ত করতে চাইছে মোহনবাগান। ঘর গুছিয়ে আক্রমণ ভাগকে শক্তিশালী করতে চাইছে তারা। 

ভারতীয় লেফটব্যাক খুঁজতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে মোহনবাগানকে। কারণ ইতিমধ্যেই আই লিগ শুরু হয়ে গিয়েছে। ফলে আইএসএল-এ যারা দল পাননি তাঁরা আই লিগের বিভিন্ন ক্লাবে খেলছেন। আই লিগের কোনও ক্লাবই এখন ফুটবলার ছাড়বে না। সেই কারণেই সমস্যা হচ্ছে। যদি তাঁরা ফুটবলার ছাড়ে তা হলে পরিবর্তে মোহনবাগানকেও কোনও ফুটবলার ছাড়তে হবে। যা বেশ কঠিন হতে পারে জুয়ান ফেরান্দোর জন্য। এমনিতেই একাধিক ফুটবলারের চোট থাকায় সমস্যায় ভুগতে হচ্ছে মোহনবাগানকে।  এর মধ্যে অন্য কোনও ফুটবলার ছাড়তে হলে সমস্যা আরও বাড়বে। টিম কম্বিনেশনে তার প্রভাব পড়তে পারে।

কোপ পড়তে পারে সাদিকুর উপর
আলবেনিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হতে পারে। শনিবারও কিছুটা সময়ের জন্য সাদিকুকে নামিয়েছিলেন জুয়ান ফেরান্দো। তাও গোল আসেনি তাঁর কাছ থেকে। ফলে তাঁর খেলায় হতাশ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। শেষ ছয় ম্যাচে বড় কিছু করে দেখাতে না পারলে বাদ পড়তে হতে পারে তাঁকে।  

Advertisement

POST A COMMENT
Advertisement