ডিফেন্ডার আনোয়ার আলির পর আরও এক ডিফেন্ডারকে সই করাতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giants)। আগামী মরশুমের জন্য কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) তরুণ স্টপার হরমিপাম রুইভাকে (Hormipam Ruivah) সই করাতে চাইছে সবুজ-মেরুন।
যদিও এক্ষেত্রে ট্রান্সফার ফি ছাড়াও সোয়াপ ডিল করতে চাইছে কেরলের ক্লাব। সূত্রের খবর, মোহনবাগান ক্যাপ্টেন প্রীতম কোটালের জায়গায় হরমিপামকে ছাড়তে চাইছে তারা। সেই জন্যই এই চুক্তির ব্যাপারে নতুন করে ভাবছে মোহনবাগান। কেরলের সঙ্গে হরমিপামের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। সেই চুক্তি ভেঙে এই ডিফেন্ডারকে নিতে হলে প্রচুর টাকা দিতে হবে মোহনবাগানকে। সাই অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার যোগ দিয়েছিলেন মিনার্ভা পঞ্জাব এফসি-তে। ২০১৯ সালে লোনে তিনি যোগ দেন ইন্ডিয়ান অ্যারোজে। আইলিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলার পর ফের মিনার্ভা পঞ্জাবে যোগ দেন তিনি।
আরও পড়ুন: গিল-মন্দারের জন্য ঝাঁপাল ইস্টবেঙ্গল, দেখে নিন কারা আছেন দলে
২০২১ সালে কেরল ব্লাস্টার্সে যোগ দেন হরমিপাম। তারপর থেকে দুই মরশুম এই ক্লাবেই খেলেছেন মণিপুরের এই ডিফেন্ডার। গত মরশুমে দারুণ পারফর্ম করার পর তাঁর সঙ্গে চুক্তি আরও বাড়িয়ে নেয় কেরলের ক্লাব। তবে তাঁকে দলে নিতে হলে বেশ কয়েক কোটি টাকা খরচ হয়ে যাবে মোহনবাগানের। ইতিমধ্যেই একাধিক তারকাকে সই করিয়ে চমক দিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন: 'ঘরে ফিরে চলো' মেসিকে বার্তা স্ত্রী আন্তোনেলার, বার্সেলোনায় ফিরছেন LM10?
সূত্রের খবর ইতিমধ্যেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার জেসন কামিন্স। শোনা যাচ্ছে, কামিন্সের ক্লাব ওয়েস্ট কোস্ট মেরিনার্সের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা প্রায় চূড়ান্ত। সমস্ত কিছু ঠিক থাকলে স্ট্রাইকার সমস্যা মেটাতে প্রচুর টাকা খরচ করে মেসিদের বিরুদ্ধে খেলা এই ফুটবলারকে সই করাতে পারে মোহনবাগান। যদিও এখনও অবধি কোনও ট্রান্সফারের ব্যাপারেই সরকারি কোনও ঘোষণা হয়নি। এর মধ্যেই হরমিপামকে দলে নিলে মোহনবাগান যে আরও শক্তিশালী হবে তা বলাই যায়।
তবে কামিন্সকে দলে নিতে গিয়েও প্রচুর টাকা খরচ করতে হয়েছে সবুজ-মেরুন শিবিরকে। আর এর সঙ্গে হরমিপাম যুক্ত হলে আরও অনেক টাকা খরচ হয়ে যাবে মোহনবাগানের।