তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে আরও তিন বছরের চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান সুপার জায়নে্ট। পাশাপাশি আরও এক তরুণ ফুটবলার অভিষেক সূর্যবংশীর সঙ্গেও চুক্তি বাড়িয়েছে সবুজ-মেরুন শিবির। ফিফা ট্রান্সফার উইন্ডো আনুষ্ঠানিকভাবে ১২ জুন থেকে খোলা হলেও। এখন থেকেই দল গোছানোর কাজে নেমে পড়েছে সমস্ত ফুটবল ক্লাবগুলো। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফুটবলারদের নিয়ে জোর চর্চা চলছে। দলগঠনের আসরে নেমে পড়েছে কলকাতার তিন প্রধানও। মোহনবাগান ইতিমধ্যেই সই করিয়েছে বিশ্বকাপার জেমি ম্যাক্লারেনকে। এসবের মাঝেই দীপেন্দু বিশ্বাস (Dippendu Biswas) ও অভিষেক সূর্যবংশীর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।
২০২৭ সাল পর্যন্ত দীপেন্দু ও অভিষেকের সঙ্গে চুক্তি করল সবুজ-মেরুন। মোহনবাগানের জুনিয়র দল থেকেই তাঁকে প্রথম দলে জায়গা দিয়েছিলেন কোচ আন্তনিও লোপেজ হাবাস। বড় মঞ্চেও দারুণ সফল দুই ফুটবলারই। এরপরই আইএসএলের সিনিয়র দলে রেজিস্ট্রেশন করানো হয় দুই ফুটবলারকে। গত মরসুমে একটা সময় আনোয়ার আলি চোট পেয়ে বাইরে চলে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগানকে। তবে সেই সময়ই ভরসা দেন দীপেন্দু। অন্যদিকে দীপক টাংরি, গ্লেন মার্টিন্সরা ব্যর্থ হলেই নিজেকে মেলে ধরেছেন অভিষেকও।
সূত্রের খবর, বড় অঙ্কের চুক্তিতেই মোহনবাগানে আরও তিন বছর থেকে গেলেন দুই ফুটবলার। তিন বছরে ৯০ লাখ টাকা পাবেন বাঙালি ডিফেন্ডার। গত মরসুমে ইউস্তের সঙ্গে মোহনবাগান রক্ষণের দায়িত্ব সামলেছিলেন দীপেন্দু। তরুণ এই বঙ্গ তনয়ের পারফরম্যান্সে বেশ খুশি বাগান ম্যানেজমেন্ট।
সামনের মরসুমেও বড় দল গড়তে চাইছে মোহনবাগান। একের পর এক তারকাকে সই করানোর পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে দারুণ ভূমিকা নিয়েছেন আন্তনিও লোপেজ হাবাস। গত মরসুমে ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড জিতলেও হাতছাড়া হয়েছে আইএসএল চ্যাম্পিয়ন ট্রফি ও সুপার কাপ। এবার এই দুই ট্রফিও নিজেদের ঘোরে তুলতে চায় সবুজ-মেরুন শিবির। পাশাপাশি এএফসি কাপের লড়াইয়েও নামবে তারা। সেই মঞ্চেও সফল হয়াই লক্ষ্য মোহনবাগানের।