তামিলনাড়ুর ইরোড শহরের এক তাঁত কারিগর প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ সকলের মন জয় করেছেন। এই কারিগর কাপড়ে ধোনি এবং তাঁর মেয়ে জিভার একটি ছবি খোদাই করেছিলেন। এই ছবিটা এতটাই সুন্দর যে ধোনি নিজেও দোকানে গিয়েছিলেন কিনতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবির সঙ্গে একটি ছবির জন্য পোজও দিয়েছেন মাহি। এই ছবিগুলি প্রথম শেয়ার করেছিলেন কেন্দ্রীয় রেল ও বস্ত্রমন্ত্রী দর্শনা জারদোশ।
কিনতে এসেছেন ধোনি
মন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন- 'আপ্পুস্বামী একজন তাঁতি। যিনি ইরোডে তাঁতের একটি দোকান চালান। তিনি ক্রিকেটের বড় ভক্ত। কাপড়ে আর্টওয়ার্ক করতে গিয়ে মহেন্দ্র সিং ও তাঁর মেয়ের একটি ছবি কাপড়ের উপর তৈরি করেছেন তিনি। ধোনি বিষয়টি জানতে পেরে নিজেই স্টলে পৌঁছে ছবি তুলে নেন।'
একটি ছবিতে ধোনিকে দুই হাতে কাপড়টি ধরে থাকতে দেখা যায়, যার উপর এই ছবিটি রয়ে গেছে। এই ছবিটি সাদা কাপড়ে নীল রঙে আঁকা হয়েছিল। কাপড়ে ছবির পাশে ফ্রেমের ভেতরেও 'থালা' লেখা। ধোনির কাছে খবর পৌঁছলে তিনি ব্যক্তিগতভাবে আর্টপিসটি গ্রহণ করেন।
আরও পড়ুন: 'IPL-র টাকায় রোজ ৫ হাজার লোককে খাওয়াই', জবাব গম্ভীরের
আরও পড়ুন: 'হানিমুনে পিঠের খেয়াল রেখো', দীপক চাহারকে সাবধানবাণী
ধোনিকে শুধু আইপিএলে খেলতে দেখা যায়
মহেন্দ্র সিং ধোনি, ১৫ আগস্ট, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাঁকে শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) খেলতে দেখা যায়। চলতি আইপিএলে অর্থাৎ ২০২২ মরশুমে ধোনি বিশেষ কিছু করতে পারেননি। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (CSK) দলও প্লে অফে উঠতে পারেনি। ধোনি তাঁর অধিনায়কত্বে চেন্নাই দলকে দ্বিতীয় সর্বোচ্চ ৪টি শিরোপা জিতেছেন। আগামী মরশুমেও চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে ৪০ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটারকে।