MCA-সংবিধানে সংশোধন, ভোটের অধিকার হারালেন সচিন-গাভাস্কর

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ২৯ জুলাই জেনারেল বডি মিটিং ডেকেছে। এই বৈঠকে বোর্ডের গঠনতন্ত্রে অনেক পরিবর্তনের প্রস্তাব পেশ করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটাধিকার প্রত্যাহার, ৭০ বছরের বেশি বয়সী কর্মকর্তাদের পদে বহাল থাকার অনুমতি দেওয়া, অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে আরও বেশি ক্ষমতা দেওয়ার মতো প্রস্তাব।

Advertisement
MCA-সংবিধানে সংশোধন, ভোটের অধিকার হারালেন সচিন-গাভাস্করসুনীল গাভাস্কার ও সচিন তেন্ডুলকর
হাইলাইটস
  • প্রাক্তনদের ভোটাধিকার কাড়ল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন
  • ভোট দিতে পারবেন না সচিনরা

বিসিসিআই (BCCI) কিছুদিন আগেই সংবিধান পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে। বৃহস্পতিবার যার শুনানি হবে। তবে সংবিধান বদলের প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)। সংবিধানে বদল এলে এমসিএ-তে ভোট দিতে পারবেন না প্রাক্তন ক্রিকেটাররা। ফলে রাজ্য সংস্থায় ভোট দেওয়ার অধিকার হারাতে চলেছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), সুনীল গাভাস্কারদের মত কিংবদন্তীরা। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ২৯ জুলাই জেনারেল বডি মিটিং ডেকেছে। এই বৈঠকে বোর্ডের গঠনতন্ত্রে অনেক পরিবর্তনের প্রস্তাব পেশ করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটাধিকার প্রত্যাহার, ৭০ বছরের বেশি বয়সী কর্মকর্তাদের পদে বহাল থাকার অনুমতি দেওয়া, অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে আরও বেশি ক্ষমতা দেওয়ার মতো প্রস্তাব।

আরও পড়ুন: বঙ্গভূষণ পেয়ে আপ্লুত ঋদ্ধিমান, বললেন, 'বাংলায় ফিরব...'

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই প্রস্তাব অনুমোদন হলে মুম্বই থেকে উঠে আসা অনেক অভিজ্ঞ ও কিংবদন্তি ক্রিকেটার তাঁদের ভোটাধিকার হারাবেন। এর মধ্যে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসরকারের মতো বড় ক্রিকেটাররা রয়েছেন।

আরও পড়ুন:কমনওয়েলথ থেকে ছিটকে গেলেন নীরজ

প্রতিটি রাজ্য সংস্থাকে তাদের সংবিধান পরিবর্তন করতে হবে

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রতিটি রাজ্যের অ্যাসোসিইয়েশনকে তাদের সংবিধানে পরিবর্তন করতে হয়েছিল।  সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত লোধা কমিটি, প্রাক্তন ক্রিকেটারদের ভোটাধিকার দিয়েছিল এবং ৭০ বছর বয়সের পর কেউ রাজ্য সংস্থার পদে থাকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিল।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁদের কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেটারদের সহযোগী সদস্য হিসাবে রাজ্য সংস্থায় যুক্ত করা জেতে পারে। তবে তাদের ভোট দেওয়ার কোনও অধিকার থাকবে না। তাঁরা শুধুই পরামর্শ দিতে পারবেন। 

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশাপাশি, বিসিসিআইও বর্তমানে তাদের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন করতে চায়। তবে সুপ্রিম কোর্টের অনুমতি পেলে তবেই বিসিসিআই তা করতে পারে। বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দাখিল করা হয়েছে।       

Advertisement

POST A COMMENT
Advertisement