Wriddhiman Saha: বঙ্গভূষণ পেয়ে আপ্লুত ঋদ্ধিমান, বললেন, 'বাংলায় ফিরব...'

এখনই সিএবি-র সঙ্গে মন কষাকষি মিটিয়ে বাংলার জার্সিতে ঋদ্ধিমানকে ফের দেখা যাবে কি না তা বলা যাচ্ছে না। কারণ ত্রিপুরার সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে ঋদ্ধির। তবে তিনি আগেই জানিয়েছেন, ভবিষ্যতে মেন্টর হিসেবে বাংলা দলের হয়ে কাজ করতে তাঁর কোনও অসুবিধা নেই। সোমবারও সেই ইঙ্গিতই দিলেন ঋদ্ধি। সুযোগ পেলে বাংলায় ফিরে আসবেন এমনটাই জানালেন তিনি। 

Advertisement
বঙ্গভূষণ পেয়ে আপ্লুত ঋদ্ধিমান, বললেন, 'বাংলায় ফিরব...' মমতা বন্দোপাধ্যায়ের থেকে পুরস্কার নিচ্ছেন ঋদ্ধিমান
হাইলাইটস
  • বাংলায় ফিরবেন ঋদ্ধিমান
  • পুরস্কার পেলেন তিনি

টিম ইন্ডিয়ার উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'বঙ্গভূষণ' দিয়ে সম্মানিত করেছে। সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরস্কার গ্রহণ করেন ঋদ্ধিমান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়ে থাকে। মহাশ্বেতা দেবী, সন্ধ্যা মুখার্জি, সুপ্রিয়া দেবী, মান্না দে-র মতো ব্যাক্তিদের এই সম্মান দেওয়া হয়েছে। আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ঋদ্ধিমানও। তবে বাংলায় আর খেলছেন না ঋদ্ধিমান। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরেই ঋদ্ধিকে বোঝাতে আসরে নামেন মুখ্যমন্ত্রী। তিনি বাঙলার উইকেট কিপারকে বলেন, বাঙালি হয়ে বাংলার দলে না খেললে তিনি দুঃখ পাবেন। 

তবে এখনই সিএবি-র সঙ্গে মন কষাকষি মিটিয়ে বাংলার জার্সিতে ঋদ্ধিমানকে ফের দেখা যাবে কি না তা বলা যাচ্ছে না। কারণ ত্রিপুরার সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছে ঋদ্ধির। তবে তিনি আগেই জানিয়েছেন, ভবিষ্যতে মেন্টর হিসেবে বাংলা দলের হয়ে কাজ করতে তাঁর কোনও অসুবিধা নেই। সোমবারও সেই ইঙ্গিতই দিলেন ঋদ্ধি। সুযোগ পেলে বাংলায় ফিরে আসবেন এমনটাই জানালেন তিনি। 

আরও পড়ুন: বাংলা দলের নয়া কোচ লক্ষ্মী-ই? আজ ঘোষণা

এই পুরস্কারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ঋদ্ধিমান। ট্যুইট করে তিনি লিখেছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা সরকার এবং প্রশাসনের কাছে কৃতজ্ঞ, যারা এই পুরস্কারের জন্য আমার নাম বিবেচনা করেছেন। আমি সত্যিই এটা পেয়ে সম্মানিত. আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।' 

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই ইতিহাস গড়বেন ধাওয়ানরা

ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলবেন
ঋদ্ধিমান সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) থেকে এনওসি পেয়েছেন। যার ফলে তাঁকে এখন ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলতে দেখা যাবে। সিএবি-র সঙ্গে বিবাদের কারণে ঋদ্ধি বাংলা দল ছাড়ার সিদ্ধান্ত নেন। CAB যুগ্ম সচিব দেবব্রত দাসের মন্তব্যের পরেই এমন সিদ্ধান্ত নেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ভারতের বড় ধাক্কা, কমনওয়েলথ থেকে ছিটকে গেলেন নীরজ

ঋদ্ধিমানের আন্তর্জাতিক রেকর্ড

ঋদ্ধিমান এখনও পর্যন্ত ৪০টি টেস্ট ম্যাচে ২৯.৪১ গড়ে ১৩৫৩ রান করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি। উইকেটরক্ষক হিসেবে ঋদ্ধিমান টেস্টে ৯২টি ক্যাচ ও ১২টি স্টাম্পিং করেছেন। ঋদ্ধিমান নয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে তিনি মোট ৪১ রান করেছিলেন। আইপিএলে ঋদ্ধিমান সাহার রেকর্ড বেশ ভালো। ঋদ্ধিমান ১৪৪টি আইপিএল ম্যাচে ২৫.২৮ গড়ে ২৪২৭ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে। আইপিএল 2022-এ, সাহা গুজরাত টাইটানসের হয়ে আইপিএল শিরোপা জিতেছিলেন।

POST A COMMENT
Advertisement