scorecardresearch
 

Nathan Lyon: ইন্দোরে 'সিংহ-গর্জন', লায়নের ঘূর্ণির শিকার ৮ ভারতীয় ব্যাটার

আবারও ভারতের মাটিতে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার (India vs Australia) অভিজ্ঞ বোলার নাথান লায়ন। যার ফলে ভারতের (Team India) ইনিংস শেষ হয় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে অফস্পিনার একাই নিলেন আট উইকেট।

Advertisement
নাথান লায়ন নাথান লায়ন
হাইলাইটস
  • আট উইকেট লায়নের
  • জয়ের মুখে ভারত

আবারও ভারতের মাটিতে দাপট দেখালেন অস্ট্রেলিয়ার (India vs Australia) অভিজ্ঞ বোলার নাথান লায়ন। যার ফলে ভারতের (Team India) ইনিংস শেষ হয় মাত্র ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংসে অফস্পিনার একাই নিলেন আট উইকেট। ফলে জেতার জন্য মাত্র ৭৫ রান দরকার অজিদের (Australia)। ইন্দোরে স্পিন সহায়ক উইকেটে প্রথম দিনে ১০৯ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। প্রথম দিনের শেষে ভারতকে কিছুটা লড়াইয়ে ফেরান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। চার উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় দিনে বাকি কাজটা সেরে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও উমেশ যাদব (Umesh Yadav)। 


শুরুতে উইকেট তুলতে পারেনি ভারত
খুব বেশি রানে এগিয়ে যেতে পারেনি অস্ট্রেলিয়া। যদিও প্রথমদিকে সকালে পিচের আর্দ্রতাকে কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। রানের গতি কম থাকলেও উইকেট তুলতে পারেনি ভারতীয় দল। তখন মনে হচ্ছিল লিড বাড়িয়ে নিয়ে ভারত ইনিংসে হারাতে চাইছে অস্ট্রেলিয়া। সেই সময়ই ভারতকে খেলায় ফেরান অশ্বিন। 


ধাক্কা দেন অশ্বিন
১৯ রানের মাথায় পিটার হ্যান্ডসকম্বকে আউট করে প্রথম ধাক্কা দেন অশ্বিন। এরপর তাঁর সঙ্গে যোগ দেন উমেশ যাদব। মাত্র ১১ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৯৭ রানে সব উইকেট হারায় অজিরা। ৮৮ রানে লিড দেয় অস্ট্রেলিয়া। সেই সময় আবার মনে করা হচ্ছিল ভাল ব্যাট করে ম্যাচে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেবে টিম ইন্ডিয়া। তবে তা হয়নি। ব্যাট করতে নেমে ফের বিপর্যয়ের মুখে পড়তে হয় ভারতীয় দলকে। ৫ রানের মাথায় উইকেট ছেড়ে বড় শট খেলতে গিয়ে আউট হন শুভমন গিল। আবারও ব্যর্থ ভারত অধিনায়ক। ১২ রান করে আউট হন তিনি। ১৩ রান করে আউট বিরাট কোহলিও।

আরও পড়ুন: ৪১ রানে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রানেই শেষ অস্ট্রেলিয়ার ইনিংস, নায়ক অশ্বিন-উমেশ

Advertisement

 

রান পাননি রবীন্দ্র জাদেজা অ শ্রীকর ভরত। উল্টোদিকে উইকেটে টিকে ছিলেন চেতেশ্বর পূজারা। দরকার মতো এগিয়ে এসে বোলারদের ছন্দ নষ্ট করার চেষ্টা করতে থাকেন। পাশপাশি সোজা ব্যাটে খেলতে থাকেন তিনি। এই দুইয়ের ফলে ভারত কিছুটা সম্মানজনক জায়গায় আসে। ৭৫ রানে লিড নেয় ভারত। এই লিড যথেষ্ট কিনা তা সময় বলবে। তবে চলতি সিরিজে প্রথম অর্ধ শতরান করেছেন পূজারা।            

Advertisement