মহম্মদ আমির ও প্রীতি জিন্টা পাকিস্তান দল দারুণ খেলে এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে। তবে দলে নেই মহম্মদ আমির। সেই জন্যই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন এই পাক ক্রিকেটার। ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আমিরের সঙ্গে দেখা হয় ভারতের অভিনেত্রী প্রীতি জিন্টার। আমির নিজেকে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার একজন বড় ভক্ত বলে বর্ণনা করেছেন।
শুধু দেখা করাই নয়, আমির-প্রীতির সঙ্গে একটা সেলফিও তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির। তিনি লিখেছেন, 'প্রীতি বলিউডের সবচেয়ে প্রিয় অভিনেত্রী।'
সিপিএল খেলছেন মহম্মদ আমির
আসলে, মহম্মদ আমির এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াহস দলের হয়ে খেলছেন। এই লিগে প্রীতিরও একটি দল রয়েছে। যার নাম সেন্ট লুসিয়া কিংস। বুধবার (৭ সেপ্টেম্বর) ম্যাচটি হয় জ্যামাইকা ও কিংসের মধ্যে। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে পৌঁছেছিলেন প্রীতিও। এই সময় আমির-প্রীতির সঙ্গে দেখা করেন এবং একটি ছবি তোলেন।
আরও পড়ুন: নিজের বিকিনি ফটো দেখে রেগে আগুন টেনিস তারকা, তারপর...
আমিরের পোস্টে ট্রোল করছেন ভক্তরা
ম্যাচে আমির ২৫ রানে তিন উইকেট নিলেও দলকে জেতাতে ব্যর্থ হন। সেন্ট লুসিয়া এই ম্যাচে ২ উইকেটে জিতে যায়। তবে আমিরের পোস্ট দেখে ভক্তরা ট্রোল করতে শুরু দেন। এক ব্যবহারকারী তার মধ্যে লিখেছেন, 'আইপিএল-এ পঞ্জাব কিংস দলে দেখা যাবে আমিরকে?'তবে আরও এক ব্যবহারকারী এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'ভাইকে আইপিএল-এ নেবে না।'
আরও পড়ুন: পন্ত নন, ঊর্বশীর মনের মানুষ কি এই পাক বোলার? ইনস্টা পোস্টে জল্পনা
২০২০ সালে অবসর নিয়ে নিয়েছিলেন আমির
৩০ বছর বয়সী মহম্মদ আমির ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাকিস্তান দলের সদস্য ছিলেন। এরপর যদিও তাঁকে নিয়ে নানা বিতর্ক সামনে আসে। ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। এরপরে যদিও বহুবার পাকিস্তান দলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন এই ফাস্ট বোলার। তবে সুযোগ পাননি তিনি। আমির ৩৬ টেস্টে ১১৯টি উইকেট নিয়েছেন আমির। ৬১টি একদিনের ম্যাচে ৮১টি উইকেট ত্যেছে তাঁর। পাকিস্তানের হয়ে ৫০টি টি২০ ম্যাচও খেলেছেন আমির। ৫৯ টি উইকেট রয়েছে তাঁর।