Swapnil Kusale: প্রমোশন চাইলেই জুটত অপমান, অলিম্পিকে পদক জিততেই রেলে 'অফিসার' স্বপ্নিল

প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) ইতিহাস গড়েছেন স্বপ্নিল কুশালে (Swapnil Kusale)। ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথমবার কোনও ভারতীয় শুটার ৩ পজিশন শুটিং ইভেন্টে পদক জিতেছেন। এর ফলে ভারতের তিনটি পদক জেতা হল। বড় ব্যাপার হল এই অলিম্পিকে ভারতের তিনটি পদকই এসেছে শুটিংয়ে। পেশায় ভারতীয় রেলের (Indian Railway) টিকিট সংগ্রাহক স্বপ্নিলকে প্রমোশন দিল রেল। গ্রুপ সি থেকে গ্রুপ বি অফিসার করা হল ভারতকে পদক এনে দেওয়া স্বপ্নিলকে। আর এর জেরেই পেলেন ডাবল প্রোমোশন। 

Advertisement
প্রমোশন চাইলেই জুটত অপমান, অলিম্পিকে পদক জিততেই রেলে 'অফিসার' স্বপ্নিলস্বপ্নিল কুসলে (ছবি: পিটিআই)

প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) ইতিহাস গড়েছেন স্বপ্নিল কুশালে (Swapnil Kusale)। ৫০ মিটার রাইফেল বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্রথমবার কোনও ভারতীয় শুটার ৩ পজিশন শুটিং ইভেন্টে পদক জিতেছেন। এর ফলে ভারতের তিনটি পদক জেতা হল। বড় ব্যাপার হল এই অলিম্পিকে ভারতের তিনটি পদকই এসেছে শুটিংয়ে। পেশায় ভারতীয় রেলের (Indian Railway) টিকিট সংগ্রাহক স্বপ্নিলকে প্রমোশন দিল রেল। গ্রুপ সি থেকে গ্রুপ বি অফিসার করা হল ভারতকে পদক এনে দেওয়া স্বপ্নিলকে। আর এর জেরেই পেলেন ডাবল প্রোমোশন। 


৯ বছর ধরে আটকে ছিল স্বপ্নিলের প্রোমোশন। এ নিয়ে কথা বলতে গেলেই সিনিয়র অফিসাররা খারাপ ব্যবহার করতেন এই শ্যুটারের সঙ্গে। এমনটাই জানিয়েছেন স্বপ্নিলের কলিগরা। তবে ভারতকে পদক জেতানোর পরেই স্বপ্নিলের প্রোমোশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল রেলওয়ে। টিকিট কালেকটর থেকে অফিসার অন স্পেশাল ডিউটি পদ পাচ্ছেন ব্রোঞ্জ জেতা শ্যুটার। ২৯ বছর বয়সী কুশালে, মহারাষ্ট্রের কোলহাপুরের কাছলওয়াদি গ্রামের বাসিন্দা, ২০১২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছেন। কিন্তু অলিম্পিকে সুযোগ পেতে তাঁকে ১২ বছর অপেক্ষা করতে হয়েছিল। 

কুশালে ২০১৫ সাল থেকে রেলে চাকরি পান। তাঁর বাবা ও ভাই জেলা স্কুলের শিক্ষক এবং মা গ্রামের পঞ্চায়েত প্রধান। এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'এখনও পর্যন্ত অভিজ্ঞতা খুব ভাল। আমি শুটিং ভালোবাসি এবং আমি আনন্দিত যে আমি এতদিন ধরে এটি করতে পেয়েছি। মনু ভাকরকে দেখে আমার আত্মবিশ্বাস বেড়েছে। সে জিততে পারলে আমরাও জিততে পারব।' মহেন্দ্র সিং ধোনির মতোই টিকিট কালেকটর হিসেবে কর্মজীবন শুরু করা স্বপ্নিল একটি সাক্ষাৎকারে জানান, শুটিংয়ে কোনও নির্দিষ্ট খেলোয়াড়দের আইডল হিসেবে মানেন না। তবে অন্যান্য খেলার মধ্যে ধোনি তাঁর প্রিয়। কুশাল বলেন, 'আমার খেলায় শান্ত থাকার প্রয়োজন। ধোনিও মাঠে সবসময় শান্ত থাকেন। আবার তিনিও একটা টিসি ছিলেন। আর আমিও।'

স্বপ্নিল কুশালেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 

Advertisement

কুশালেকে তাঁর অভিনয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। X-এ একটি পোস্ট শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন- 'অসাধারণ পারফরম্যান্স। প্যারিস অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ব্রোঞ্জ পদক জেতার জন্য তাঁকে অভিনন্দন। চমৎকার নমনীয়তা এবং দক্ষতা তাঁর সাফল্যের কারণ। তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি এই বিভাগে পদক জিতেছেন।'

   

POST A COMMENT
Advertisement