২০২২ কমনওয়েলথ গেমসে ভারত একের পর এক পদক জিতছে। এবারের কমনওয়েলথ গেমসে কুস্তিতে প্রচুর পদক জিতেছে ভারত। তবে আরও ভাল করার প্রত্যাশা নিয়েই যে বার্মিংহামে এসেছিলেন পূজা গেহলটরা তা এদিন বোঝা গেল। ৫০ কিলোগ্রাম ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন ভারতের পূজা। তবুও দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন ভারতের এই রেসলার। কারণ, সোনা জেতা হল না তাঁর। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূজাকে উৎসাহ দিয়েছেন।
ক্ষমা চেয়েছেন পূজা
ব্রোঞ্জ জিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, সমস্ত ভারতবাসীর কাছে ক্ষমা চান পূজা। তিনি বলেন, ''আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আশা করেছিলাম, এখানে আমাদের দেশের জাতীয় সঙ্গীত বাজবে। কিন্তু আমি হেরে গেলাম।'' আসলে, যে দেশ সোনা জেতে, পুরস্কার বিতরণের সময় সেই দেশের জাতীয় সঙ্গীত বাজান হয়। পূজা সোনা জিততে না পারায় ভারতের জাতীয় সঙ্গীত বাজান হয়নি। ভারতের এই রেসলার আরও বলেন, ''আমি এবার ব্রোঞ্জ জিতেছি। এখান থেকে আমার ভূলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। যাতে পরের বার সোনা জিততে পারি।'
'
আরও পড়ুন: ফরাসি লিগে নেমেই মেসির জাদু, দেখুন বাইসাইকেল কিকের Video
উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
পূজার এই ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিও দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন। তিনি লেখেন, 'পূজা ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই। তোমার সাফল্য আমাদের আনন্দ দিয়েছে। তোমার জীবন আমাদের অনুপ্রাণিত করে।'' পূজা গেহলট ব্রোঞ্জ পদকের ম্যাচে স্কটিশ রেসলারকে ১২-২ ব্যবধানে পরাজিত করে মেডেল জেতেন।
আরও পড়ুন: IPL-এ খেলবেন? CSK-র ড্রেসিংরুমে ফিরলেন সুরেশ রায়না, VIDEO
এখনও অবধি ভারতের মেডেল প্রাপকদের তালকা:
১. সংকেত মহাদেব- রুপো (ভারোত্তোলন ৫৫ কেজি)
২. গুরুরাজা- ব্রোঞ্জ (ভারোত্তোলন ৬১ কেজি)
৩. মীরাবাই চানু- সোনা (ভারোত্তোলন ৪৯ কেজি)
৪. বিন্দিয়ারানি দেবী - রুপো (ভারোত্তোলন ৫৫ কেজি)
৫. জেরেমি লালরিনুঙ্গা- সোনা (ভারোত্তোলন ৬৭ কেজি)
৬. অচিন্তা শিউলি- সোনা (ভারোত্তোলন ৭৩ কেজি)
৭. সুশীলা দেবী - রুপো (জুডো ৪৮ কেজি)
৮. বিজয় কুমার যাদব – ব্রোঞ্জ (জুডো ৬০ কেজি)
৯. হরজিন্দর কৌর- ব্রোঞ্জ (ভারোত্তোলন ৭১ কেজি)
১০. মহিলা দল- সোনা (লন বল)
১১. পুরুষ দল- সোনা (টেবিল টেনিস)
১২. বিকাশ ঠাকুর - রুপো (ভারোত্তোলন ৯৬ কেজি)
১৩. মিশ্র ব্যাডমিন্টন দল - রুপো
১৪. লাভপ্রীত সিং - ব্রোঞ্জ (ভারোত্তোলন ১০৯ কেজি)
১৫. সৌরভ ঘোষাল – ব্রোঞ্জ (স্কোয়াশ একক ইভেন্ট)
১৬. তুলিকা মান - রুপো (জুডো)
১৭. গুরদীপ সিং- ব্রোঞ্জ (ভারোত্তোলন ১০৯+ কেজি)
১৮. তেজস্বিন শঙ্কর - ব্রোঞ্জ (হাই জাম্প)
১৯. মুরালি শ্রীশঙ্কর- রুপো (লং জাম্প)
২০. সুধীর- সোনা (প্যারা পাওয়ারলিফটিং)
২১. আংশু মালিক - রুপো (কুস্তি ৫৭ কেজি)
২২. বজরং পুনিয়া - সোনা (কুস্তি 65 কেজি)
২৩. সাক্ষী মালিক- সোনা (কুস্তি ৬২ কেজি)
২৪. দীপক পুনিয়া - সোনা (কুস্তি ৮৬ কেজি)
২৫. দিব্যা কাকরান - ব্রোঞ্জ (কুস্তি ৬৮ কেজি)
২৬. মোহিত গ্রেওয়াল - ব্রোঞ্জ (কুস্তি ১২৫ কেজি)
২৭. প্রিয়াঙ্কা গোস্বামী - রুপো (১০ কিমি হাঁটা)
২৮. অবিনাশ সাবল – রুপো (স্টিপলচেজ)
২৯. পুরুষ দল - রুপো (লন বল)
৩০. জেসমিন ল্যাম্বোরিয়া - ব্রোঞ্জ (বক্সিং)
৩১. পূজা গেহলট - ব্রোঞ্জ (কুস্তি ৫০ কেজি)
৩২. রবি কুমার দাহিয়া- সোনা (কুস্তি ৫৭ কেজি)
৩৩. ভিনেশ ফোগাট- সোনা (কুস্তি ৫৩ কেজি)
৩৪. নবীন- সোনা (কুস্তি ৭৪ কেজি)
৩৫. পূজা সিহাগ- ব্রোঞ্জ (কুস্তি)
৩৬. মহম্মদ হুসামুদ্দিন - ব্রোঞ্জ (বক্সিং)
৩৭. দীপক নেহরা- ব্রোঞ্জ (কুস্তি ৯৭ কেজি)
৩৮. সোনালবেন প্যাটেল - ব্রোঞ্জ (প্যারা টেবিল টেনিস)
৩৯. রোহিত টোকাস- ব্রোঞ্জ (বক্সিং)
৪০. ভাবিনা প্যাটেল- সোনা (প্যারা টেবিল টেনিস)