scorecardresearch
 

IPL, Chennai Super Kings: IPL-এ খেলবেন? CSK-র ড্রেসিংরুমে ফিরলেন সুরেশ রায়না, VIDEO

সুরেশ রায়নাকে চেন্নাইয়ের ওয়েলস ইউনিভার্সিটি সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আর সেই জন্যই মিস্টার আইপিএল বলে পরিচিত রায়নাকে 'ডক্টর আইপিএল' বলে সম্মোধন করেছে চেন্নাই সুপার কিংস। রায়নাকে কোনো গবেষণার জন্য এই ডিগ্রি দেওয়া হয়নি। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে সম্মান হিসেবে এই খেতাব দিয়েছে ওয়েলস বিশ্ববিদ্যালয়। 

Advertisement
সুরেশ রায়না সুরেশ রায়না
হাইলাইটস
  • ফের চেন্নাই ড্রেসিংরুমে রায়না
  • খেলবেন আইপিএল-এ?

চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) কি প্রত্যাবর্তন করতে চলেছেন সুরেশ রায়না (Suresh Raina)? ২২ গজে ব্যাট হাতে তাঁর প্রত্যাবর্তন হবে কি না সেই বিষয় এখনও কিছু জানান হয়নি। তবে শনিবার রায়নার চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে ঢোকার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সিএসকে-র পোস্ট করা সেই ভিডিওতে রায়নাকে 'ডক্টর আইপিএল' বলা হয়েছে। রায়নার পাশাপাশি ভিডিওতে দেখা গিয়েছে চেন্নাইয়ের ফাস্ট বোলার দীপক চাহারকে(Deepak Chahar)।  

রায়নাকে সম্মান জানিয়েছে ওয়েলস ইউনিভার্সিটি
সুরেশ রায়নাকে চেন্নাইয়ের ওয়েলস ইউনিভার্সিটি সাম্মানিক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আর সেই জন্যই মিস্টার আইপিএল বলে পরিচিত রায়নাকে 'ডক্টর আইপিএল' বলে সম্মোধন করেছে চেন্নাই সুপার কিংস। রায়নাকে কোনো গবেষণার জন্য এই ডিগ্রি দেওয়া হয়নি। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে সম্মান হিসেবে এই খেতাব দিয়েছে ওয়েলস বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন: ৭ বছর পর ফের ব্যাট হাতে সৌরভ, ইডেনেই হতে পারে প্রত্যাবর্তন

আরও পড়ুন: নায়ক অক্ষর, ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত 

২০২২-এর মেগা নিলামে দল পাননি রায়না
১১ বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন সুরেশ রায়না। ২০২১ মরশুমে তাঁর সঙ্গে সিএসকে দলের কিছু সমস্যা হয়। সেই জন্যই মেগা নিলামের আগে তাঁকে রিটেন করেনি সিএসকে। নিলামে চেন্নাই শুধু নয়, কোনও দলই তাঁকে কেনেনি। গত মরশুমে আইপিএল-এ প্লেয়ার হিসেবে নয় নতুন ভূমিকায় ধারাভাষ্যকার হিসেবে দেখা গিয়েছিল রায়নাকে।

সুরেশ রায়না
সুরেশ রায়না

আরও পড়ুন: 'সবার বিশ্রাম দরকার...' বিরাটকে নিয়ে সমালোচনার উত্তরে, কী বললেন ধাওয়ান?

Advertisement

আইপিএল-এ দারুণ পারফর্ম করেছেন রায়না
রেকর্ডের দিকে তাকালেই বোঝা যায় কেন রায়নাকে 'মিস্টার আইপিএল' বলা হয়। এখনও অবধি ২০৫টি ম্যাচ খেলেছেন রায়না। ৩৯টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। রয়েছে একটি সেঞ্চুরিও। মোট ৫৫২৮ রান রয়েছে তাঁর। গড় ৩২.৫২। ২০২১ আইপিএল-এ খুব ভাল ছন্দে ছিলেন না রায়না। ১২ ম্যাচে মাত্র ১৬০ রান করেন তিনি। তাঁর গড় ছিল ১৭.৭৭। একটাই হাফ সেঞ্চুরি ছিল তাঁর। স্ট্রাইক রেট ১২৫.০০। ২০২১ আইপিএল-এ খারাপ পারফরম্যান্সের জন্যই হয়ত সুরেশ রায়নাকে রিটেন করেনি চেন্নাই সুপার কিংস। নিলামেও তাঁকে দলে নেয়নি মহেন্দ্র সিং ধোনির দল।   

       
      

Advertisement