scorecardresearch
 

Prthvi Shaw Sapna Gill: জেলমুক্তি পৃথ্বীর উপর হামলায় অভিযুক্ত স্বপ্নার, কীভাবে?

ভারতীয় দলের ক্রিকেটার পৃথ্বী শ'র (Prithvi Shaw) সঙ্গে বিতর্কের পর প্রচারের আলোতে আসা স্বপ্না গিল (Sapna Gill) সোমবার (২০ ফেব্রুয়ারি) মুম্বইয়ের একটি স্থানীয় আদালত থেকে জামিন পেয়েছেন। স্বপ্নার পাশাপাশি আরও দুই অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। স্বপ্না গিল সহ আট জনের বিরুদ্ধে পৃথ্বী শ'র সঙ্গে দুর্ব্যবহার, গাড়িতে হামলা এবং মামলা ঠেকাতে অর্থ দাবি করার অভিযোগ আনা হয়েছে।

Advertisement
পৃথ্বী শ ও স্বপ্না গিল পৃথ্বী শ ও স্বপ্না গিল
হাইলাইটস
  • জামিন পেলেন স্বপ্না
  • স্বপ্না গিলকে ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত

ভারতীয় দলের ক্রিকেটার পৃথ্বী শ'র (Prithvi Shaw) সঙ্গে বিতর্কের পর প্রচারের আলোতে আসা স্বপ্না গিল (Sapna Gill) সোমবার (২০ ফেব্রুয়ারি) মুম্বইয়ের একটি স্থানীয় আদালত থেকে জামিন পেয়েছেন। স্বপ্নার পাশাপাশি আরও দুই অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত। স্বপ্না গিল সহ আট জনের বিরুদ্ধে পৃথ্বী শ'র সঙ্গে দুর্ব্যবহার, গাড়িতে হামলা এবং মামলা ঠেকাতে অর্থ দাবি করার অভিযোগ আনা হয়েছে।


ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন স্বপ্না গিল 

এ মামলায় এর আগে নাম থাকা আট আসামিকে রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ রিমান্ড শেষে আসামিদের ২০ ফেব্রুয়ারি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কোর্ট ৮ থেকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল আদালত। তবে এই সিদ্ধান্তের পরপরই আন্ধেরির আদালতে স্বপ্না গিলকে জামিনের আবেদন করা হয়। দীর্ঘ বিতর্কের পর আদালত স্বপ্না গিলকে ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। ২০ ফেব্রুয়ারির মধ্যে সিকিউরিটি ডিপজিট জমা দিতে বলা হয়েছে। 

ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৮ (দাঙ্গা), ৩৮৪  এবং ৫০৬ ( ভয় দেখানো) ধারায় সোশ্যাল মিডিয়া জনপ্রিয় স্বপ্না গিল, তাঁর বন্ধু শোভিত ঠাকুর এবং অন্য ছয়জনের বিরুদ্ধে পুলিশ একটি মামলা দায়ের করেছে। দাঙ্গা এবং জুলুমের অভিযোগ ছাড়াও, পুলিশ এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ধারাও যুক্ত করেছে।

আরও পড়ুন: শুধু পৃথ্বী নন, ফ্যানদের সঙ্গে বচসা-হাতাহাতিতে জড়িয়েছেন আরও যে ক্রিকেটাররা

অভিযোগ দায়ের করেছেন স্বপ্না গিলও

স্বপ্না গিলের আইনজীবী কাশিফ আলি খান আদালতকে বলেন, অভিযুক্তদের হয়রানি করার জন্যই পরে অতিরিক্ত ধারা যুক্ত করা হয়েছে।  একই সঙ্গে অপরাধ কাজে ব্যবহৃত বেসবল ব্যাট ও গাড়ি উদ্ধারের প্রয়োজনের কথা জানিয়ে রিমান্ড বাড়ানোর দাবি জানায় পুলিশ। তবে আদালত সেই আবেদন নাকচ করে। অভিযুক্ত স্বপ্নাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেয় আদালত। ফলে জামিন পেয়েছেন স্বপ্না। স্বপ্না গিল আবার এয়ারপোর্ট থানায় ১৫৪, ৩২৬A, ৩২৬B, ৩৫৪, ৩৫৪B, ৩৭০, ৩৭০A সহ বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

আরও পড়ুন: ডোপিং-বিয়ে-মারপিঠ, বার বার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী

ব্যাপারটা শুরু হল সেলফি নিয়ে 
পুরো ঝগড়াটি সান্তাক্রুজের একটি পাঁচতারা হোটেলের বাইরে হয়েছিল, যেখানে পৃথ্বী শ ডিনারে গিয়েছিলেন। সেই সময় পৃথ্বী শ'-এর সঙ্গে দু'জন সেলফি তোলেন,  কিন্তু তারাই আবার ফিরে আসেন এবং তাদের সঙ্গে থাকা বাকিদের সঙ্গেও সেলফি তুলতে অনুরোধ করেন। পৃথ্বী শ বারবার বিরক্তি প্রকাশ করতে থাকেন। পরে বিরোধ চরমে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়।

সেই সময় পৃথ্বী এসেছিলেন তাঁর বন্ধু সুরেন্দ্র যাদবেবের গাড়িতে বসে। পৃথ্বীর বন্ধু ওশিওয়ারা থানায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পুরো ঘটনায় পুলিশ মামলা নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তার করেছে। হোটেলের কর্মীরা অভিযুক্তদের নাম যোগাযোগের নম্বর পুলিশকে সরবরাহ করে। তার জেরেই ধরা পরে অভিযুক্তরা। 

Advertisement