scorecardresearch
 

Prithvi Shaw: ডোপিং-বিয়ে-মারপিঠ, বার বার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী

আবারও বিতর্কে জড়ালেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। তিনি ভারতীয় দলের বাইরে থাকলেও প্রতিনিয়ত শিরোনামে রয়েছেন। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে ফ্যানের সঙ্গে সেলফি তোলা নিয়ে বিতর্ক এতটাই বড় হয়ে গিয়েছিল যে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি আরও ৮ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। এই ঘটনায় পৃথ্বী শ-র বিরুদ্ধে হাতাহাতির অভিযোগও ছিল।

Advertisement
পৃথ্বী শ পৃথ্বী শ
হাইলাইটস
  • বারে বারে বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী
  • ভাইরাল ভিডিও

আবারও বিতর্কে জড়ালেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। তিনি ভারতীয় দলের বাইরে থাকলেও প্রতিনিয়ত শিরোনামে রয়েছেন। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে ফ্যানের সঙ্গে সেলফি তোলা নিয়ে বিতর্ক এতটাই বড় হয়ে গিয়েছিল যে একজনকে গ্রেপ্তার করার পাশাপাশি আরও ৮ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে। এই ঘটনায় পৃথ্বী শ-র বিরুদ্ধে হাতাহাতির অভিযোগও ছিল।

মুম্বইয়ের একটি হোটেলে ডিনার করতে গিয়েছিলেন ভারতের ক্রিকেটার। এই সময় ইউটিউবার ও ভ্লগার স্বপ্না গিল (Sapna Gill) তাঁর বন্ধুদের সঙ্গে ছিলেন। পৃথ্বীর আইনজীবী জানিয়েছেন, স্বপ্না, পৃথ্বী শ-এর সঙ্গে একটি সেলফি তুলেছিলেন। কিন্তু এরপর তিনি আরও অনেকের সঙ্গে সেলফি তুলতে চান। তখন পৃথ্বী তাঁকে প্রত্যাখ্যান করেন। এরপরেই দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এই ঝামেলা কিছুক্ষণের মধ্যেই বড় আকার ধারণ করে। ডিনার সেরে   

পৃথ্বী শ-এর পর একটি মামলা দায়ের করা করে। যাতে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। স্বপ্না গিলকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পৃথ্বী শ-র ক্ষেত্রে বিতর্কে জড়ানো প্রথম নয়, এর আগেও তিনি শিরোনামে এসেছেন। 

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যেই হঠাত্‍ বন্ধ Hotstar

মাত্র দুদিন আগে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে পৃথ্বী শ-এর ইনস্টাগ্রাম থেকে একটি ছবি আপলোড করা হয়েছিল। যেখানে তাঁকে অভিনেত্রী নিধি তাপাডিয়াকে চুম্বন করতে দেখা গিয়েছে, পাশাপাশি ক্যাপশনে তাঁকে 'স্ত্রীও' বলেছেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি এই স্টোরি ডিলিট করে জানিয়ে দেন, 'পোস্টটি সঠিক নয়, কেউ একটি ভুয়া ছবি ভাইরাল করছে।'

২০১৯ সালেও পৃথ্বী শ বিতর্কে এসেছিলেন, সেই সময় বিসিসিআই তাঁকে নিষিদ্ধ করেছিল। তাঁর কাশির সিরাপে এমন কিছু ছিল, যার ফলে  তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হন। এরপর বোর্ড তাঁকে ৮ মাসের জন্য নিষিদ্ধ করে। 

Advertisement

আরও পড়ুন: পৃথ্বী শয়ের গাড়িতে বেসবলের ব্যাট দিয়ে হামলা, গ্রেফতার সেই ইউটিউবার

পৃথ্বী শ ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার হয়ে শেষ একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন, তারপরে তিনি টিম ইন্ডিয়াতে ফিরে আসার জন্য দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে। তারপর এমন খবরও শোনা গিয়েছিল যে ড্রেসিংরুমে পৃথ্বী শ-এর আচরণ ভালো ছিল না। যদিও ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভাল পারফর্ম করে চলেছেন এই ব্যাটার।     

২৩ বছর বয়সী পৃথ্বী শ খুব অল্প বয়সেই সাফল্য অর্জন করেছিলেন। ২০১৩ সালে, তিনি মুম্বইতে একটি ক্লাব ম্যাচে ৫০০ রানের বেশি ইনিংস খেলেছিলেন। তারপর তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন। 

Advertisement