টোকিও অলিম্পিক ২০২০-তে ভারত দুর্দান্ত শুরু করেছে। প্রথম দিনেই মেডেল ট্যালিতে যোগ হয়েছে রুপোর পদক। শনিবার ওয়েটলিফটার মীরাবাই চানু ৪৯ কেজি বিভাগে রুপোর পদক জিতেছেন। জয়ের পরে চানু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করেন।
অন্যদিকে ভারতের অন্যতম মহিলা কুস্তিগির প্রিয়া মালিক এবার সোনা জিতলেন। তবে অনেকেই ভেবে বসেন এই ঘটনা ঘটেছে টোকিও অলিম্পিকের মঞ্চে। তবে এটা অলিম্পিকে নয়, পুরো ব্যাপারটাই ঘটেছে বুদাপেস্টে অনুষ্ঠিত হওয়া বিশ্ব ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে। সেখানে ভারতের কুস্তিগির প্রিয়া মালিক স্বর্ণ পদক জেতেন ক্যাডেট রেসলিংয়ে আর তারপরই ট্রেন্ডিংয়ে পরিণত হয় এই খবর। মানুষ প্রিয়া মালিককে অলিম্পিকের বিজেতা হিসাবে অভিনন্দন জানাতে শুরু করে রবিবার সকাল থেকেই।
ব্যবহারকারীরা প্রিয়া মালিককে অভিনন্দন জানাতে গিয়ে একটি বড় ভুল করেছিলেন। মানুষ প্রিয়া মালিকের একটি ছবি শেয়ার করেছে এবং টোকিও অলিম্পিকে স্বর্ণ জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে। প্রিয়া মালিক টোকিও অলিম্পিকে নয়, হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। প্রিয়া মালিক ৭৩ কেজি ওজন বিভাগে এই কীর্তিটি করেছিলেন।
So proud of you Priya Malik ❣️
— Pranav Kumar (@pinkupranav) July 24, 2021
For winning first Gold Medal for our Nation#Cheer4India pic.twitter.com/mlvagwYEc6
Many congratulations to Priya Malik for winning the Gold Medal in the 73kg World Cadet Wrestling Championship. My heart is full of pride!
— Mamata Banerjee (@MamataOfficial) July 25, 2021
Wishing all our athletes the very best. May you keep shining.
রবিবার সকাল থেকেই টুইটারে ট্রেন্ডিং করছেন প্রিয়া মালিক। বেশিরভাগ মানুষ পুরো তথ্য ছাড়াই প্রিয়া মালিককে অভিনন্দন জানাচ্ছেন। একই সময়ে, কেউ কেউ ভুলটি ধরেছিলেন যে ছবিটি ট্রেন্ডিং হচ্ছে টোকিও অলিম্পিকের নয়।
First Gold medal 🥇 for India 🇮🇳 . Proud moment for all of Us .
— NOMAN.SHAIKH (@noman4IYC) July 25, 2021
The Wrestling Champion .
🔸 Congratulations #priyamalik pic.twitter.com/pECRufsMu0
Proud moment 😍😘💐big big congratulations to our first gold medalists #priyamalik #proudonyou#Olympics #Olympics2021 #firstgoldmedal #Cheer4India pic.twitter.com/n1xM63bUFA
— Maushmi_49 (@MaushmiGoswami4) July 25, 2021
India's daughter Wrestler Priya Malik created history, won gold in World Cadet Wrestling Championships🔥🇮🇳
— ADV. ASHUTOSH J. DUBEY🇮🇳 (@AdvAshutoshDube) July 25, 2021
Bharat Mata Be Like: "'Maari chhoriya chhoro se kam hai ke" pic.twitter.com/QrdSPDrEoJ
কিছু ব্যবহারকারী লিখেছিলেন যে এই অজুহাতে আমির খানের ছবি দাঙ্গালের সংলাপ, তাতে বলা হয় যে সোনার সোনা। প্রিয়া মালিকের প্রশংসা করার সময় কয়েকজন ব্যবহারকারী দাঙ্গলের সেই সংলাপও লিখেছিলেন, তাতে আমির খান বলেছিলেন যে আমার মেয়েরা ছেলেদের তুলনায় কম কি!