scorecardresearch
 

Pakistan Super League 2022: ক্যাচ ফেলায় ভরা মাঠে সপাটে চড়! পাক ক্রিকেটারের Video Viral

বিতর্ক তৈরি হলেও জমজমাট ভাবে শেষ হয় পাকিস্তান সুপার লিগের এই ম্যাচ। সুপার ওভারে হেরে যায় লাহোর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান করে পেশোয়ার। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রানেই আটকে যায় লাহোরও। সুপার ওভারে পেশোয়ারের হয়ে দারুণ বল করেন ওয়াহাব রিয়াজ। তাঁর ওভারে মাত্র পাঁচ রান করে লাহোর। জবাবে ব্যাট করতে নামা অভিজ্ঞ শোয়েব মালিক ও শাহিন শা আফ্রিদির ওই রান তুলতে খুব একটা সমস্যা হয়নি। প্রথম দুই বলেই দুটি চার মেরে পেশোয়ারের জয় নিশ্চিত করে ফেলেন তাঁরা।

Advertisement
হ্যারিস রাউফ হ্যারিস রাউফ
হাইলাইটস
  • কামরান গুলামকে চড় মারলেন হ্যারিস রাউফ
  • হারলেও ফাইনালে উঠেছে লাহোর

পাকিস্তান সুপার লিগে বিতর্ক যেন থামছেই না। সতীর্থকে চড় মেরে বিতর্কে জড়ালেন লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) হ্যারিস রাউফ( Haris Rauf)। ক্যাচ মিস করায় সতীর্থ কামরান গুলামের (Kamran Ghulam) গালে চড় মারেন হ্যারিস। লাহোরের গাদ্দাফিতে পেশোয়ার জালমি (Peshawar Zalmi) ও লাহোর কালান্দার্সের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে পেশোয়ার। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে হ্যারিস রাউফের বলে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ মিস করেন কামরান গুলাম। যদিও সেই ওভারের পঞ্চম বলেই দারুণ বাউন্সারে অপর ব্যাটার মহম্মদ হ্যারিসকে আউট করেন হ্যারিস রাউফ। এই উইকেট সেলিব্রেট করতে হ্যারিস রাউফের সামনে আসতেই চড় খেতে হয় কামরান গুলামকে। সেলিব্রেশনের সময় ঘটা এই ঘটনা অনেকের চোখ এড়িয়ে গেলেও রাউফের চড় মারার ঘটনা রিপ্লেতে দেখা যেতেই তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে।  

বিতর্ক তৈরি হলেও জমজমাট ভাবে শেষ হয় পাকিস্তান সুপার লিগের এই ম্যাচ। সুপার ওভারে হেরে যায় লাহোর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান করে পেশোয়ার। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রানেই আটকে যায় লাহোরও। সুপার ওভারে পেশোয়ারের হয়ে দারুণ বল করেন ওয়াহাব রিয়াজ। তাঁর ওভারে মাত্র পাঁচ রান করে লাহোর। জবাবে ব্যাট করতে নামা অভিজ্ঞ শোয়েব মালিক ও শাহিন শা আফ্রিদির ওই রান তুলতে খুব একটা সমস্যা হয়নি। প্রথম দুই বলেই দুটি চার মেরে পেশোয়ারের জয় নিশ্চিত করে ফেলেন তাঁরা। তবে হারলেও ফাইনালে উঠেছে লাহোর। বুধবার মুলতান সুলতানের বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা। 

আরও পড়ুন: 'কারও কেরিয়ার নষ্ট করতে চাই না,' মুখ খুললেন ঋদ্ধিমান

Advertisement

আরও পড়ুন: নজিরবিহীন, ঋদ্ধিকে খেলানোর দাবি জানিয়ে সৌরভকে চিঠি অশোক ভট্টচার্যের

এর আগে শনিবার সকলকে চমকে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পিএসএল-এর চুক্তিভঙ্গের অভিযোগ সামনে এনে পাকিস্তান ছেড়েছেন জেমস ফকনার। তাঁর দাবি চুক্তি অনুযায়ী তাঁকে টাকা দেওয়া হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগ থেকেও ফকনারকে বহিস্কার করে দিয়েছে পিসিবি।       

Advertisement