পরপর হার। দলের একের পর এক হারে মেজাজ হারালেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আক্রম (Wasim Akram)। তিনি এখন করাচি কিংসের (Karachi Kings) সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। পাকিস্তান সুপার লিগে (PSL) হারের হ্যাটট্রিকের পর মেজাজ হারিয়ে ফেলেন কিংবদন্তি পেসার। মোট চার ম্যাচ হারল পিএসএল-এর দল।
একের পর এক হারের পর মেজাজ ঠিক রাখতে না পেরে চেয়ারে লাথি মারেন আক্রম। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বুধবার মুলতান সুলতানসের (Multan Sultans) বিরুদ্ধে ম্যাচের মধ্যেই আক্রমনাত্মক মেজাজে দেখা গেল প্রাক্তন বাঁ হাতি পেস বোলারকে। ড্রেসিংরুমে চেয়ারে লাথি মারেন তিনি।
আরও পড়ুন: 'টিভিতে দেখতে খুব বাজে লাগে...' রোহিতের ফিটনেস নিয়ে বিস্ফোরক কপিল দেব
এই ম্যাচে মাত্র তিন রানে হেরে যায় করাচি কিংস। শেষ বলে দরকার ছিল পাঁচ রান। কিন্তু সেই রান করতে ব্যর্থ হয় ওয়াসিম আক্রমের দল। তখনই মেজাজ হারান আক্রম। ম্যাচের পর দলের অধিনায়ক ইমাদ ওয়াসিমের মুখেও ফুটে উঠছিল ক্ষোভ আর হতাশা।
শেষ ওভারের নাটক
ফাস্ট বোলার আব্বাস আফ্রিদির শেষ ওভারে ২২ রান দরকার ছিল করাচি কিংসের। প্রথম দুই বলেই চলে আসে ১৬ রান। আফ্রিদির পরের বলে ছয় মারেন কাটিং। চার বলে ছয় রান দরকার ছিল করাচি কিংসের। সেই সময়ই কাটিং লং অফে ক্যাচ দিয়ে আউট হন। শুরুতে আব্বাস আফ্রিদি খারাপ বল করলেও শেষ চার বলে দারুণ ভাবে ফিরে আসেন। সেই ক্ষোভের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে হরমনপ্রীত, অজিদের বিরুদ্ধে ম্যাচের আগে চাপে ভারত
শেষ আট ওভারে ৮৪ রান তাড়া করতে হত করাচিকে। হাতে ছিল সাত উইকেট। ওভার প্রতি ১০ রান দরকার শোয়েব মালিক ১৯ বলে ১৩ রান করে আউট হন। সেই সময় দরকার ছিল প্রতি ওভারে ১৬ রান করে। তবুও লড়াই চালিয়ে যেতে থাকেন ওয়াসিম ও বেন কাটিং। এর আগে যদিও অধিনায়ক মহম্মদ রিজওয়ান ৬৮ বলে ১১০ রানের ইনিংস খেলেন। তবুও ম্যাচ জিততে পারেনি করাচি। ফলে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আক্রম।