scorecardresearch
 

Australian Open: ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস নাদালের, পাঁচ ঘন্টারও বেশি সময় খেলে হারালেন মেদভেদেভকে

এভাবেও ফিরে আসা যায়! হ্যাঁ যায়। দেখিয়ে দিলেন রাফায়েল নাদাল। রজার ফেডেরার, নোভাক জোকোভিচকে টপকে ২১তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন নাদাল। ০-২ সেটে দানিল মেদভেদের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৬-২,৬-৭(৫-৭), ৬-৪,৬-৪,৭-৫ ব্যবধানে রাশিয়ান টেনিস তারকাকে হারালেন নাদাল। 

Advertisement
রাফায়েল নাদাল। ছবি: টুইটার রাফায়েল নাদাল। ছবি: টুইটার

এভাবেও ফিরে আসা যায়! হ্যাঁ যায়। দেখিয়ে দিলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। রজার ফেডেরার (Roger Federer), নোভাক জোকোভিচকে (Novak Djokovic) টপকে ২১তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন নাদাল। ০-২ সেটে দানিল মেদভেদের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৬-২,৬-৭(৫-৭), ৬-৪,৬-৪,৭-৫ ব্যবধানে রাশিয়ান টেনিস তারকাকে হারালেন নাদাল। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নেন এই স্প্যানিশ তারকা। প্রথম দুই সেট ৬-২, ৭-৬ গেমে জিতেছেন মেদভেদেভ। এরপর নাদাল প্রত্যাবর্তন করেন পরের দুই সেটে। ৬-৪, ৬-৪ গেমে জিতে সমতায় ফেরেন। এরপর পঞ্চম সেটটিও বেশ উত্তেজনাপূর্ণ ছিল দুইজনের মধ্যে। যেখানে নাদাল ৭-৫ জিতে শিরোপা জিতে নেন।

মেদভেদেভ বনাম নাদাল
প্রথম সেটের ফলাফল: ৬-২ (ড্যানিল মেদভেদেভ)
দ্বিতীয় সেটের ফলাফল: ৭-৬ (ড্যানিল মেদভেদেভ)
তৃতীয় সেটের ফলাফল: 6-4 (রাফায়েল নাদাল)
চতুর্থ সেটের ফলাফল: 6-4 (রাফায়েল নাদাল)
পঞ্চম সেটের ফলাফল: 7-5 (রাফায়েল নাদাল)


সম মিলিয়ে মোট ২১টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল

এই ম্যাচে নাদাল জিতে ইতিহাস গড়েছেন। ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। নাদাল ছাড়া কেউই ২১টা গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেননি। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন সার্বিয়ার নোভাক জোকোভিচ ও সুইজারল্যান্ডের রজার ফেডেরারকে। ফেডেরার এবং জোকোভিচ দুইজনেই ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ফেডেরার ফিটনেসের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলেননি। ভ্যাকসিন পাসপোর্ট এবং ভিসা বিরোধের কারণে জোকোভিচ এই গ্র্যান্ড স্লামে অংশ নিতে পারেননি।


আরও পড়ুন: ডার্বিতে নেমেই হ্যাটট্রিক, চিনুন বড় ম্যাচের তারকা কিয়ানকে

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে নিতে পারে BCCI

দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন নাদাল

দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন নাদাল। এর আগে ২০০৯ সালে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এটি নাদালের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। তিনি ছয় বারের মধ্যে মাত্র দুই বার ফাইনাল জিতেছেন। ৪ বার রানার্স হয়েছেন তিনি।

Advertisement

দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জেতার সুযোগ ছিল মেদভেদেভের

অস্ট্রেলিয়ান ওপেনে এটি ছিল ড্যানিল মেদভেদেভের দ্বিতীয় ফাইনাল। টানা দ্বিতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হন তিনি। এবার প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ ছিল তাঁর সামনে। এখন পর্যন্ত মাত্র একটি গ্র্যান্ড স্লাম জিতেছেন মেদভেদেভ। গত বছর ইউএস ওপেনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

 

Advertisement