Rahul Dravid: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পদে নিযুক্ত রাহুল দ্রাবিড়

Rahul Dravid Indian Cricket Team Head Coach| ভারতীয় দলের নতুন হেড কোচ হলেন রাহুল শরদ দ্রাবিড়। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টি২০ বিশ্বকাপের পর থেকে এবার ভারতীয় দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়। এমনটা টি২০ বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI|

Advertisement
ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ পদে নিযুক্ত রাহুল দ্রাবিড়ভারতীয় দলের কোচ হচ্ছেন দ্রাবিড়। ঘোষণা বিসিসিআই-র।
হাইলাইটস
  • ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়
  • দ্রাবিড়ই কোচ হল অবশেষে
  • জল্পনার অবসান কোচ নিয়ে

Rahul Dravid Indian Cricket Team Head Coach| ভারতীয় দলের নতুন হেড কোচ হলেন রাহুল শরদ দ্রাবিড়। ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টি২০ বিশ্বকাপের পর থেকে এবার ভারতীয় দলের দায়িত্ব নেবেন দ্রাবিড়। এমনটা টি২০ বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীন ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI|

অতীতে কিছুদিন আগেই ভারতীয় সীমিত ওভারের ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলকে শ্রীলঙ্কা ট্যুরে কোচিং করান তিনি। তখন থেকেই জল্পনা চলছিল দ্রাবিড়কে নিয়ে। এবার ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন দ্রাবিড়।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য খুব একটা প্রথম থেকে ইচ্ছা ছিল না দ্রাবিড়ের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও সচিব সৌরভ ও জয় শাহ মিলে তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন। আর তারপরই ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করেন দ্রাবিড়।

২৬ অক্টোবরই আবেদন জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। আর সেখানেই আবেদন জানিয়েছিলেন দ্রাবিড়। বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্য সুলক্ষ্মণা নায়েক ও রুদ্র প্রতাপ সিং মিলে বুধবার একটি বৈঠকের পর দ্রাবিড়কেই ভারতীয় সিনিয়র দলের হেড কোচ হিসাবে বেছে নিয়েছে। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘরোয়া সিরিজ থেকেই দলের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়।

ভারতীয় দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীর জামানা শেষ, একই সঙ্গে তাঁর সঙ্গে বাকি কোচিং স্টাফদেরও বদল করা হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "ভারতীয় ক্রিকেটের কোচ হিসাবে দ্রাবিড়কে অনেক স্বাগত। ক্রিকেটার হিসাবে দারুণ কেরিয়ার দ্রাবিড়ের। একই সঙ্গে প্রচুর কোচের দায়িত্ব পালন করেছে ও। ওকে স্বাগত।"

কোচ হিসাবে নিযুক্ত হয়ে রাহুল দ্রাবিড় বলেছেন, "ভারতীয় দল খুব ভাল খেলছে এতদিন ধরে। রবি শাস্ত্রীর সঙ্গে ভাল কাজ করেছে। আমি ভারতীয় দলের কোচ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি অনেক বেশি কৃতজ্ঞ।"

Advertisement

POST A COMMENT
Advertisement