scorecardresearch
 

T20 World Cup 2022 India vs Bangladesh: ফর্মে নেই, 'ব্যর্থ' রাহুল তবুও দলে থাকছেন? জবাব দিলেন দ্রাবিড়

টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) মঞ্চে টানা তিন ম্যাচ ব্যর্থ। তবুও ওপেনার কেএল রাহুলের (KL Rahul) পাশেই থাকছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

Advertisement
কেএল রাহুল কেএল রাহুল
হাইলাইটস
  • রাহুলের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট
  • বাংলাদেশের বিরুদ্ধেও দলে থাকবেন কেএল রাহুল

টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) মঞ্চে টানা তিন ম্যাচ ব্যর্থ। তবুও ওপেনার কেএল রাহুলের (KL Rahul) পাশেই থাকছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে। এমন পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়কে কেএল রাহুল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ভারতীয় দলের কোচ স্পষ্ট জানিয়ে দেন, টিম ম্যানেজমেন্টের সম্পূর্ণ আস্থা রয়েছে লোকেশ রাহুলের প্রতি। 

কেএল রাহুল ওপেন করবেন। এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, ''কে ওপেন করবে তা নিয়ে তা নিয়ে আমার বা রোহিতের (Rohit Sharma) মনে কোনও বিভ্রান্তি নেই। আমরা জানি, কেএল রাহুল কতটা প্রভাব ফেলতে পারে। ও দারুণ একজন ক্রিকেটার। দারুণ ভাবে প্রত্যাবর্তন করবে।''

আরও পড়ুন: 'ভারত বিশ্বকাপ জিততে এসেছে, আর আমরা...' চ্যালেঞ্জ সাকিবের

কেএল রাহুলের ফর্ম ফ্যানদের চিন্তায় রাখলেও ভারতের টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে না। দ্রাবিড় বলেন, ''আমাদের কাজ এবং কথায় বোঝাই যায় যে আমরা কেএল রাহুলের সঙ্গে আছি। বর্তমান পরিস্থিতিতে আমরা কিছুটা সময় নিতে পারি, তাই চিন্তার কিছু নেই। আমরা জানি সে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।'' 

আরও পড়ুন: 'বাংলার সম্পদ,' CAB প্রেসিডেন্ট হয়েই ঋদ্ধিকে ফেরার বার্তা স্নেহাশিসের

রাহুল দ্রাবিড়ের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেও টিম ইন্ডিয়া (Team India) দলে কোনও পরিবর্তন করছে না। কেএল রাহুলকে বাংলাদেশের বিরুদ্ধেও রোহিত শর্মার সঙ্গেই ওপেন করতে দেখা যাবে।

এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলেছে । যার মধ্যে তারা দু'টি জিতেছে এবং একটি হেরে গিয়েছে। কেএল রাহুল তিনটিতেই সুপার ফ্লপ। পাকিস্তানের বিপক্ষে ৪, নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রান করেই প্যাভেলিয়ানের রাস্তা ধরেছেন। এই কারণেই তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে নানা মহল থেকে। তাঁর জায়গায় ঋষভ পন্তকে দিয়ে ওপেন করানোর কথা বলা হচ্ছে। তবে টিম ইন্ডিয়া এখনই সে রাস্তায় হাঁটতে নারাজ। বরং সুযোগ দিয়ে কেএল রাহুলের পাশে থাকার বার্তাই দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

Advertisement

কেএল রাহুলের টি-টোয়েন্টি রেকর্ড: ৬৯ ম্যাচ, ২১৫৯ রান, ৩৭.৮৭ গড়, ২ সেঞ্চুরি, ২০ হাফ সেঞ্চুরি  

Advertisement