scorecardresearch
 

ক্রিকেট দুনিয়ায় দীপিকা-রণবীর! IPL-এ টিম কিনছেন স্টার দম্পত্তি

এবার আইপিএলে দুটি নতুন দল দেখা যাবে, যাদের বিডিং করতে চলেছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বলিউড থেকে ইতিমধ্যেই শাহরুখ খানের কেকেআর এবং প্রীতি জিন্টা পঞ্জাব ছাড়াও এবার দল কিনতে পারেন রণবীর সিং ও দীপিকা। সর্বশেষ রিপোর্ট অনুসারে, দুজনকেই শীঘ্রই তাদের দল গঠন করতে দেখা যাবে, একটি নয় দুটি নয়। বলা হচ্ছে যে দলের বিডিং ২৫ অক্টোবর থেকে শুরু হবে। সবচেয়ে বড় দুই দরদাতা দলের অধিকার পাবেন।

Advertisement
এবার আইপিএল দল কিনতে পারেন রণবীর, দীপিকা। ফাইল ছবি। এবার আইপিএল দল কিনতে পারেন রণবীর, দীপিকা। ফাইল ছবি।
হাইলাইটস
  • এবার ক্রিকেট দুনিয়ায় রণবীর-দীপিকা
  • আইপিএলের দল কিনতে পারেন জুটি
  • বলিউড থেকে এবার ক্রিকেটে

এবার আইপিএলে দুটি নতুন দল দেখা যাবে, যাদের বিডিং করতে চলেছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বলিউড থেকে ইতিমধ্যেই শাহরুখ খানের কেকেআর এবং প্রীতি জিন্টা পঞ্জাব ছাড়াও এবার দল কিনতে পারেন রণবীর সিং ও দীপিকা। সর্বশেষ রিপোর্ট অনুসারে, দুজনকেই শীঘ্রই তাদের দল গঠন করতে দেখা যাবে, একটি নয় দুটি নয়। বলা হচ্ছে যে দলের বিডিং ২৫ অক্টোবর থেকে শুরু হবে। সবচেয়ে বড় দুই দরদাতা দলের অধিকার পাবেন।


দীপিকা-রণবীর খেলোয়াড়দের জন্য বিড করবেন, শাহরুখ খান এবং জুহি চাওলার দল কলকাতা নাইট রাইডার্স। এর বাইরে, প্রীতি জিন্টার নিজস্ব দল আছে, যার নাম পঞ্জাব কিংস। আলোচনা হচ্ছে যে এইগুলির মতো, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংও দল কিনতে চলেছেন তাঁরা। দুজনেই খেলাধুলার খুব প্রিয়। তার বাবা প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টনের অন্যতম চ্যাম্পিয়ন হয়েছেন। একই সময়ে, রণবীর সিং দুটি বড় ক্রীড়া টুর্নামেন্টের একটি অংশ। এর মধ্যে রয়েছে এনবিএ এবং ইংলিশ প্রিমিয়ার লিগ।


শুধু দীপিকা এবং রণবীরই নন, এই নতুন দুটি দলের জন্য বিডিংয়ের দায়িত্বও নিয়েছেন আরও বেশ কিছু মানুষ। এর মধ্যে রয়েছে আদানি গ্রুপ, গ্লাসার ফ্যামিলি, অরবিন্দ ফার্মা, টরেন্ট ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, জিন্দাল স্টিল (নবীন জিন্দাল), হিন্দুস্তান টাইমস মিডিয়া, রনি স্ক্রুওয়ালা, কোটক গ্রুপ, সিঙ্গাপুর ভিত্তিক পিই ফার্ম, সিভিসি পার্টনার এবং ব্রডকাস্ট অ্যান্ড স্পোর্ট কনসাল্টিং এজেন্সি। আইটিডব্লিউ এবং গ্রুপ এম অন্তর্ভুক্ত।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)

Advertisement

 

পিটিআই -এর মতে, বিসিসিআই প্রায় ৭০০০ কোটি থেকে ১০ হাজার কোটি টাকার দর আশা করছে। একই সঙ্গে এর বেস প্রাইস রাখা হয়েছে দুই হাজার কোটি টাকা। যে সমস্ত গ্রুপ একসঙ্গে বিড করে তারা প্রতি বছর তিন হাজার কোটি টাকা মুনাফা অর্জন করে। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এতে কতটা সফল হয় তা দেখতে হবে।

শুধু রণবীর-দীপিকাই নন, আইপিএলের দল কেনার জন্য ইতিমধ্যেই শোনা যাচ্ছিল যে নামতে পারেন ক্রিস্টিয়ানো রোনাল্ডের ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকরাও। তবে এখন সবটাই জল্পনা, বিসিসিআই-র তরফে চূড়ান্ত খবরের আগে এই মুহূর্তে কে হতে চলেছে আইপিএলের দুই দলের মালিক, সেটা বলা বেশ কঠিন।

Advertisement