scorecardresearch
 

IPL Mega Auction 2022: অনূর্ধ্ব-১৯ দলের এই তারকাকে নিয়ে টানাটানি হবে IPL-এ জানালেন অশ্বিন

রবি অশ্বিন আরও বলেন, 'নিলামে হেঙ্গেরকারের জন্য প্রায় ৫ থেকে ১০টি বিড নেওয়া হবে। তবে কোন দল ওকে কিনবে, তা এখনই আমার পক্ষে বলে দেওয়া সম্ভব নয়।'রবিচন্দ্রন অশ্বিন বলেছেন যে ও যখন ব্যাট করতে নেমে রান করে। এমন পরিস্থিতিতে যদি ওর বোলিংটাও ভাল হয় তবে ওকে যে দল নেবে তারা লাভবান হতে পারে।

Advertisement
রাজবর্ধন হেঙ্গারকার রাজবর্ধন হেঙ্গারকার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) মেগা নিলামের (IPL Mega Auction)আসর বসতে চলেছে ১২ এবং ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম। এবারের মেগা নিলামে অংশ নিতে দেখা যাবে অনেক বড় ক্রিকেটারকে। তবে টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনের মতে, এইবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের তারকা রাজবর্ধন হেঙ্গেরকারের জন্য দারুণ সুযোগ থাকবে। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (ICC U-19 World Cup) দারুণ ছন্দে রয়েছেন রাজবর্ধন (Rajvardhan Hangargekar)। তাঁকে দলে নেওয়ার জন্য কাড়াকাড়ি শুরু হয়ে যেতে পারে আইপিএল-এর দশ দলের মধ্যে। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন যে, 'এই নিলামে রাজবর্ধন হেঙ্গারকারের খুব ভাল সুযোগ রয়েছে, কারণ ও বল ভাল সুইং করাতে পারে। ডানহাতি মিডিয়াম পেসার হওয়ায় তিনি ইনসুইং করতে পারে, এ ছাড়া ব্যাট হাতে দ্রুত রানও করে।'

রবি অশ্বিন আরও বলেন, 'নিলামে হেঙ্গেরকারের জন্য প্রায় ৫ থেকে ১০টি বিড নেওয়া হবে। তবে কোন দল ওকে কিনবে, তা এখনই আমার পক্ষে বলে দেওয়া সম্ভব নয়।'রবিচন্দ্রন অশ্বিন বলেছেন যে ও যখন ব্যাট করতে নেমে রান করে। এমন পরিস্থিতিতে যদি ওর বোলিংটাও ভাল হয় তবে ওকে যে দল নেবে তারা লাভবান হতে পারে।

আরও পড়ুন: কার সঙ্গে লড়াই? নতুন লুকে ছবি শেয়ার করে জানালেন বিরাট

 

তবে শুধু হেঙ্গেরকারের প্রশংসা করেই থেমে থাকেননি অশ্বিন। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধুল সম্পর্কেও কথা বলেছেন তিনি। অশ্বিন বলেন, 'যশ একজন দুর্দান্ত ব্যাটার, তাই দলগুলির নজর ওর উপরেও থাকবে।'

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। এ পর্যন্ত বিশ্বকাপে ভাল পারফরম্যান্স করেছেন রাজবর্ধন হেঙ্গারকার। রাজবর্ধন এখন পর্যন্ত পাঁচটি উইকেট নিয়েছেন, পাশাপাশি তিনি ব্যাটিংয়েও তাঁর দক্ষতার ছাপ রেখেছেন।

Advertisement

আয়ারল্যান্ডের বিপক্ষে খেলায় রাজবর্ধন হেঙ্গারকার মাত্র ১৭ বলে ৩৯ রান করেন। এমন পরিস্থিতিতে আইপিএলের মেগা নিলাম অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ হতে পারে।

Advertisement