এবারের আইপিএল-এ খুব ভাল পারফর্ম করতে পারেননি রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আর সেই জন্যই তাঁকে নিয়ে গুজব রটে যায়, এবারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup) হয়ত সুযোগ পাবেন না জাদেজা। তবে সেই গুজব যে সত্যি নয় তা প্রামাণ করেছেন এই অলরাউন্ডার। এশিয়া কাপ (Asia Cup) দলে শুধু নয়, পাকিস্তানের বিরুদ্ধেও দারুণ ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতান তিনি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সব ঠিক থাকলে বিশ্বকাপ দলে হয়ত জায়গা পাচ্ছেন জাদেজা।
আইপিএল-এর পর ওঠা গুজব নিয়ে কথা বলতে গিয়ে জাদেজা বলেন,''মাঠের বাইরে চলছে এমন গুজবে কান দিই না। আর আমার লক্ষ্য এশিয়া কাপ এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করা।'' জাদেজা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন। ৩৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার ইনিংসের সুবাদে ভারতীয় দল সেই ম্যাচটি পাঁচ উইকেটে জিতেছিল।
আরও পড়ুন: কোন অঙ্কে ডুয়ান্ডের শেষ আটে যেতে পারে ATK মোহনবাগান?
হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রবীন্দ্র জাদেজা বলেন, ''আমার নামে গুজব ছড়ানো হয়েছিল। আমি না কি শেষ হয়ে গেছি। বিশ্বকাপে খেলতে পারব না। এই সব গুজব নিয়ে তাই আর ভাবি না। আমি মাঠে গিয়ে খেলা এবং দেশের জন্য ভালো করার চেষ্টা করি।'
আপাতত দলের ফোকাস হংকং ম্যাচের দিকে
এশিয়া কাপ প্রসঙ্গে জাদেজা বলেন, 'ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করবে। কিন্তু এই মুহূর্তে সবার মনোযোগ এখন এশিয়া কাপের দিকে। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ এবং তারপর সুপার-৪ পর্বের ম্যাচ রয়েছে।'' জাদেজা জানা ভারত ইতিবাচক ক্রিকেট খেলতে চায়।
আরও পড়ুন রেকর্ডে ধোনি-বিরাটকে টপকে যাবেন রোহিত, হংকংকে হারালেই
সিএসকে ছাড়বেন জাদেজা!
রবীন্দ্র জাদেজার আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে কারণ অলরাউন্ডারের আইপিএল 2022-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খুব খারাপ পারফর্ম করেছেন। আইপিএল ২০২২-এর শুরুর দুই দিন আগে সিএকে জাদেজাকে অধিনায়ক করে। কিন্তু টুর্নামেন্টের মাঝখানে তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। পরে চোটের কারণে কিছু আইপিএল ম্যাচ থেকে বাদ পড়েন তিনি। চোট থেকে সেরে ওঠার পর, ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটন টেস্টে জাদেজা টিম ইন্ডিয়াতে ফিরে আসেন। তারপর থেকে ভারতের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন।