এশিয়া কাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (India vs Pakistan) পাঁচ উইকেটে হারিয়েছে তারা। ৩১ আগস্ট হংকং-এর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ফোরে যাওয়ার রাস্তা পাকা করতে চাইবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। তবে এই ম্যাচে সকলের নজর থাকবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের দিকে। রেকর্ড গড়ে মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) টপকে যাওয়ার সুযোগ থাকছে তাঁর সামনে।
এশিয়া কাপে টানা ছয় ম্যাচ জয়
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পর, অধিনায়ক হিসেবে এশিয়া কাপে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নেন রোহিত। এর আগে, রোহিত ছাড়াও, ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি এবং পাকিস্তানের মইন খান এশিয়া কাপে টানা ছয়টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিলেন। ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে জিতলে ধোনি ও পাকিস্তানের মইন খানকে পিছনে ফেলে দেবেন রোহিত শর্মা।
আরও পড়ুন: 'ক্রিমিনাল, অউরতবাজ...' নাম না-করে শামিকেই নিশানা হাসিন জাহানের?
রোহিতের নেতৃত্বে ২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত
২০১৮ সালের এশিয়া কাপে, ভারত রোহিত শর্মার নেতৃত্বে টানা পাঁচটি ম্যাচ জিতেছে। যদিও এর মাঝে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের একটি ম্যাচটি টাই হয়েছিল। তবে সেই ম্যাচে এমএস ধোনি দলের নেতৃত্বে ছিলেন। ২০১৮ এশিয়া কাপে ভারত, বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
আরও পড়ুন: ডার্বি জিতেও চিন্তা ক্লান্তি, বুমোসদের বিশ্রাম দিলেন ফেরান্দো
বিরাটকেও টপকে যাওয়ার সুযোগ
টি২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে দারুণ ছন্দে রয়েছেন রোহিত শর্মা। এখনও ৩৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। যার মধ্যে ৩০টি ম্যাচেই জিতেছেন রোহিত। বিরাট কোহলি (Virat Kohli) ৫০টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তিনিও জিতেছেন ৩০টি ম্যাচ। অর্থাৎ হংকং-এর বিরুদ্ধে জিততে পারলে বিরাটকে ছাপিয়ে যাবেন রোহিত। টি২০ ক্রিকেটে ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক হবে তিনি।
আরও পড়ুন: হ্যারিস রাউফকে বিশেষ উপহার বিরাটের, বেজায় খুশি পাক ক্রিকেটার
সিনিয়র খেলোয়াড়রা ফর্মে ফিরতে চান
টিম ইন্ডিয়ার সিনিয়র খেলোয়াড়রা হংকংয়ের বিরুদ্ধে খেলায় ফর্ম ফিরে পেতে চান। কেএল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে একেবারেই ফর্মে নেই। একইসঙ্গে বিরাট কোহলিও পাকিস্তানের বিরুদ্ধে ঠিকমতো বল টাইম করতে পারেননি। তাই হংকংয়ের বিপক্ষে এই তিন খেলোয়াড়ের ফর্ম ফিরে পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর অশ্বিনের মতো খেলোয়াড়কে হংকংয়ের বিরুদ্ধে খেলাতে পারে ভারত। যেহেতু হার্দিক পান্ডিয়া বল নিয়ে ভালো করছেন, তাই আভেশ খানকে বাদ দেওয়া হতে পারে এবং তাঁর জায়গায় অশ্বিনকে সুযোগ দেওয়া হতে পারে।