scorecardresearch
 

India vs West Indies: কপিলের রেকর্ডের কাছে জাদেজা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সুযোগ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ৪৩টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কপিল দেবের। জাদেজা এখনও অবধি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১টি উইকেট নিয়েছেন। কপিল দেবের রেকর্ড ভাঙতে তাঁর দরকার আরও তিনটি উইকেট।   

Advertisement
রবীন্দ্র জাদেজা ও কপিল দেব রবীন্দ্র জাদেজা ও কপিল দেব
হাইলাইটস
  • কপিলকে টপকাতে পারেন জাদেজা
  • ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যাপ্টেন ধাওয়ান

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (Team India)। তিন ম্যাচের ম্যাচের একদিনের সিরিজে প্রথম ম্যাচে হয়ত খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। হাঁটুতে চোট রয়েছে তাঁর। এই সিরিজেই বিরাট রেকর্ড গড়তে পারেন ভারতীয় দলের অন্যতম সফল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর সামনে এই সিরিজেই কপিল দেবকে (Kapil Dev) টপকে যাওয়ার সুযোগ থাকছে। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে ৪৩টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কপিল দেবের। জাদেজা এখনও অবধি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪১টি উইকেট নিয়েছেন। কপিল দেবের রেকর্ড ভাঙতে তাঁর দরকার আরও তিনটি উইকেট।   

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী

কপিল দেব- ৪৩ উইকেট
রবীন্দ্র জাদেজা- ৪১ উইকেট
অনিল কুম্বলে- ৪১ উইকেট
মহম্মদ শামি- ৩৭ উইকেট
হরভজন সিং- ৩৩ উইকেট

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেই পাকিস্তানের রেকর্ড ভাঙবে ভারত

গোটা সিরিজেই বাদ পড়তে পারেন জাদেজা

কিন্তু জাদেজাকে নিয়ে একটি খারাপ খবর সামনে আসছে। সিরিজ শুরুর আগেই হাঁটুতে চোট পেয়েছেন জাদেজা। এমন পরিস্থিতিতে প্রথম ওয়ানডেতে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ম্যাচের ঠিক আগে জাদেজাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জাদেজার চোট কতটা গুরুতর তা পরীক্ষা করছে মেডিকেল টিম।

আরও পড়ুন: ক্যারেবিয়ান সফরে নেই বিরাট, আক্ষেপ ওয়েস্ট ইন্ডিজ কোচের

শোনা যাচ্ছে, ওয়ানডে সিরিজে জাদেজাকে বিশ্রাম দেওয়া হতে পারে। রবীন্দ্র জাদেজা এই সিরিজে না খেললে এই রেকর্ডের অপেক্ষা আরও দীর্ঘ হবে। জাদেজার অনুপস্থিতিতে, ভারতীয় একাদশে যুজবেন্দ্র চাহালের সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেলকে বেছে নিতে হবে ভারতীয় দলকে।

আরও পড়ুন: ভারত VS ওয়েস্ট ইন্ডিজ প্রথম ODI আজ, কখন-কোথায় দেখা যাবে?

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সফর: ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়া:

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, বিখ্যাত কৃষ্ণা, মহম্মদ সিরাজ এবং আরশদীপ সিং।

টিম ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ

প্রথম একদিনের ম্যাচ - ২২ জুলাই
দ্বিতীয় একদিনের ম্যাচ - ২৪ জুলাই
তৃতীয় একদিনের ম্যাচ - ২৭ জুলাই

প্রথম টি২০ - ২৯ জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি - ১লা আগস্ট
তৃতীয় টি-টোয়েন্টি - ২ আগস্ট
চতুর্থ টি-টোয়েন্টি - ৬ আগস্ট
পঞ্চম টি-টোয়েন্টি - ৭ আগস্ট

Advertisement