ঋষভ পন্তের জায়গায় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক হচ্ছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। রবিবার দিল্লি ক্যাপিটালসের অনুশীলন শেষে এই কথাই জানিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। গত বছর ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্ত (Rishabh Pant)।
মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন উইকেট কিপার ব্যাটার। তবে এখনই মাঠে ফেরা হচ্ছে না তাঁর। ফলে আইপিএল-এ (IPL) খেলতে পারবেন না তিনি। পন্তকে ছাড়াই তাই এই মরশুমের প্রস্তুতি শুরু করে দিল দিল্লি ক্যাপিটালস। প্রথমে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুশীলনে হাজির ছিলেন মহারাজ। তিনিই প্রশ্নর উত্তর দিতে গিয়ে তিনি জানান, এই মরশুমে দিল্লির ক্যাপ্টেন হচ্ছেন ওয়ার্নার।
আরও পড়ুন: IPL-এ বড় চমক, ঘরে বসেই ঠিক করতে পারবেন মাঠের কোন এন্ড থেকে খেলা দেখবেন
রবিবার থেকে শুরু হয়েছে অনুশীলন। আরও দুইদিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার চলবে অনুশীলন। এরপর দিল্লিতে অনুষ্ঠিত হবে অনুশীলন ক্যাম্প। পন্ত না থাকায়, দলে ডাকা হয়েছে বাংলার উইকেট কিপার অভিষেক পোড়েলকেও (Abishek Porel)। দিল্লি দলে রয়েছেন, ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার ফিল সল্ট। তার সঙ্গে, অভিষেককেও দলে রাখতে চাইছে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় কিপার হিসেবে ডিসি দলে জায়গা পেতে পারেন তিনি। অভিষেক এ দিন অনুশীলন করেছেন। দলের সঙ্গে ছিলেন বাংলার পেসার মুকেশ কুমারও (Mukesh Kumar)। এই মরশুমে মিনি নিলামে ৫.৫ কোটি টাকায় দিল্লি দলে যোগ দিয়েছেন মুকেশ। রবিবার রাতেই দুই ক্রিকেটার বিমানে ইন্দোর উড়ে গিয়েছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমি ফাইনাল খেলবে বাংলা। সেই দলে রয়েছেন দুই ক্রিকেটার।
আরও পড়ুন: গোপনে এয়ারপোর্টে শুভমান-সারা? ফটো লিক হতেই VIRAL
মনে করা হচ্ছে, পন্তের চোটের যা অবস্থা তাতে তাঁকে অন্তত ছয় থেকে সাত মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। ভারতীয় দলও পন্তের বিকল্প খুঁজছে। বিশ্বকাপেও যদি পন্ত খেলতে না পারেন, তবে কে তাঁর জায়গায় খেলবেন এই নিয়ে বেশ সমস্যায় টিম ইন্ডিয়ার নির্বাচকরাও।