Chennai Super Kings, Ravindra Jadeja: CSK-র সব পোস্ট ডিলিট করলেন রবীন্দ্র জাদেজা, কীসের ইঙ্গিত ?

জাদেজা শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গত তিন বছরের CSK-এর সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। এর থেকেই স্পষ্ট জাদেজা এবং তাঁর ফ্র্যাঞ্চাইজির মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। রবীন্দ্র জাদেজার ঘনিষ্ঠ একটি সূত্র স্পোর্টস ওয়েবসাইটকে বলেছেন, 'হ্যাঁ, জাদেজা খুব বিরক্ত এবং আহত। অধিনায়কত্বের বিষয়টি আরও ভাল ভাবে সামলানো যেত। সবকিছু খুব আকস্মিক ভাবে ঘটেছে। জিনিসগুলি যে ভাবে ঘটেছে তা যে কোনও মানুষকে আঘাত করবে।'

Advertisement
CSK-র সব পোস্ট ডিলিট করলেন রবীন্দ্র জাদেজা, কীসের  ইঙ্গিত ?রবীন্দ্র জাদেজা (টুইটার)
হাইলাইটস
  • পোস্ট ডিলিট করলেন জাদেজা
  • চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ছিলেন তিনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) ভাল কিছু করে দেখাতে পারেননি টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আইপিএলের ১৫তম মরশুম শুরু হওয়ার আগে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন ধোনি। মাহির জায়গায় চেন্নাই সুপার কিংস (CSK) রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করে। কিন্তু জাদেজা অধিনায়ক হিসেবে চমক দেখাতে পারেননি। যার ফলে কয়েক ম্যাচ পরে আবারও অধিনায়কত্বের দায়িত্ব নেন এমএস ধোনি। শুধু তাই নয়, চোটের কারণে সিএসকে-র বাকি ম্যাচেও দলে ছিলেন না জাদেজা।

এখন মনে হচ্ছে, চেন্নাই সুপার কিংস দলে ফিরতে চাইছেন না রবীন্দ্র জাদেজা। আগামী আইপিএল মরশুম শুরুর আগে তিনি ফের নিলামে অংশ নিতে পারেন। জাদেজা এবং সিএসকে ইতিমধ্যেই একে অপরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনফলো করেছে।

গত তিন বছরের পোস্ট মুছে ফেলেছেন জাদেজা
জাদেজা শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গত তিন বছরের CSK-এর সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। এর থেকেই স্পষ্ট জাদেজা এবং তাঁর ফ্র্যাঞ্চাইজির মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। রবীন্দ্র জাদেজার ঘনিষ্ঠ একটি সূত্র স্পোর্টস ওয়েবসাইটকে বলেছেন, 'হ্যাঁ, জাদেজা খুব বিরক্ত এবং আহত। অধিনায়কত্বের বিষয়টি আরও ভাল ভাবে সামলানো যেত। সবকিছু খুব আকস্মিক ভাবে ঘটেছে। জিনিসগুলি যে ভাবে ঘটেছে তা যে কোনও মানুষকে আঘাত করবে।'

আরও পড়ুন: কাটছে জট, আগামী সপ্তাহেই ইমামির সঙ্গে চুক্তি সই ইস্টবেঙ্গলে?

জাদেজাকে ধরে রাখা হয়েছে ১৬ কোটি টাকায়

২০১২ সালের নিলামে CSK-তে যোগ দেওয়ার পর, জাদেজা এই দলের সঙ্গে মোট দশ বছর কাটিয়েছেন। এই সময়ের মধ্যে জাদেজা সিএসকে-র হয়ে দুটি আইপিএল ট্রফি জিতেছেন। একই সঙ্গে, তিনি নিজেকে টি২০ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। আইপিএল 2022-এর মেগা নিলামের আগে, ৩১ বছর বয়সী জাদেজাকে ফ্র্যাঞ্চাইজি ১৬ কোটি টাকায় ধরে রেখেছিল।

আরও পড়ুন: জন্মদিনের রাতে লন্ডনের রাস্তায় পার্টিতে তুমুল নাচ সৌরভের, VIDEO VIRAL

আইপিএল 2022-এ, চেন্নাই সুপার কিংস জাদেজার নেতৃত্বে তাদের আটটি খেলার মধ্যে ছয়টি হেরে গিয়েছে। রবীন্দ্র জাদেজাও এই সময়ে তাঁর পরিচিত ফর্মে ছিলেন না। তিনি অধিনায়ক হিসাবে মাত্র ১১১ রান করার পাশাপাশি তিনটি উইকেট নিয়েছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement